ভাই আমার জানামতে কৃমির ট্যাবলেট ভরাপেটে খেতে হয়।আমি নিজেও গত তিনদিন যাবত সোলাস ট্যাবলেট সকালে ১টা এবং রাতে ১ টা করে ভরাপেটে খেয়েছি।ঘুম থেকে ওঠার পর আমার বমি ভাব হত এবং গলা থেকে গোলাকার দানা বের হত।আলহামদুলিল্লাহ্ এখন আর তেমন হচ্ছে না।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি প্রতিদিন সকালে খালি পেটে কচি নিম পাতা চিবিয়ে খান|নিমপাতা ভেজে ভর্তা করে খেতে পারেন ভালো উপকার পাবেন|নিম গাছের বাকল পিষে রস করে খেতে পারেন|এতে কৃমি ও গ্যাষ্ট্রিক দুর হয়ে যাবে|সাথে মুখের রুচি বৃদ্ধি পাবে|এই পদ্ধতিটি নিয়মিত কিছু দিন করবেন আশা করি অনেক উপকৃত হবেন|এতে কোন ক্ষতিকর প্রভাব নেই|পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন|

Talk Doctor Online in Bissoy App
almasali

Call

আপনি চিরতা ভিজানো পানি খেয়ে দেখুন। কৃমি মুক্তির পাশাপাশি রুচি বৃদ্ধি পাবে।

Talk Doctor Online in Bissoy App

আপনি Tab.Solas  100mg ১ টা করে ২ বার ৩ দিন খাবে.... ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।

ধন্যবাদ     

Talk Doctor Online in Bissoy App