সমতল, বক্রতল ও তল কাকে বলে এবং এদের মধ্যকার পার্থক্যগুলো কি কি?
শেয়ার করুন বন্ধুর সাথে

তল -- যার শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ নেই তাকে তল বলে। অথবা, ঘন বস্তুর উপরিভাগকে তল বলে।


সমত --  যে বস্তুর সব তল গুলা সমান তাকে সমতল বলে।


বক্রতল -- যে বস্তুর তল বক্র তাকে বক্রতল বলে ।

পারথক্য-------

টেবিলের উপরিভাগ একটি তল।

টেবিলের উপরিভাগ সমান। তাই এটি সমতল।

বাক্সের উপরিভাগ ও অন্যান্য পার্শ্ব সমান,
তাই অন্যান্য পার্শ্বও সমতল


পাতিলের নিচের দিকটা বক্রতল,
ফুটবলের উপরিভাগ একটি তল, তবে এটি বক্রতল।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ