শেয়ার করুন বন্ধুর সাথে

সমতল দর্পনের ব্যবহারঃ ১.সমতল দর্পনের সাহায্যে আমরা আমাদের চেহারা দেখি ।(আয়না) ২.চোখের ডাক্তারগণ রোগীর দৃষ্টি শক্তি পরীক্ষা করার জন্য বর্ণমালা পাঠের সুবিধার্থে সমতল দর্পন ব্যবহার করে থাকেন । ৩.সমতল দর্পন ব্যবহার করে পেরিস্কোপ তৈরি করা হয় । ৪.পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে এটি ব্যবহৃত হয় । ৫.বিভিন্ন আলোকীয় যন্ত্রপাতি যেমনঃ টেলিস্কোপ,ওভারহেড প্রজেক্টর,লেজার তৈরি করতে সমতল দর্পন ব্যবহার করা হয় । ৬.নাটক,চলচিত্র ইত্যাদির স্যুটিং এর সময় সমতল দর্পন দিয়ে আলো প্রতিফলিত করে কোনো স্থানের ঔজ্জ্বল্য বৃদ্ধি করা হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ