আমার বয়স প্রায় ১৮ বছর। আমি একটা কঠিন রোগে ভুগছি। আমার আগে ঘন ঘন স্বপ্নদোষ হতো এখন বীর্য খুব পাতলা হয়েগেছে। এখন প্রস্রাব পায়খানার সময় বীর্য বের হয়ে যায়। এবং এর পরিমানটা ও খুব বেশি। আর দিন দিন আমার সাস্থ্যের ও অবনতি ঘটছে শরীর দুর্বল লাগছে।এখন আমি এর থেকে কীভাবে রক্ষা পেতে পারি ? কোনো ওষুধ বা কোনো ভেসজ দ্বারা!

দয়া করে বুঝে শুনে উত্তরটা দিবেন ।


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার অবস্থা শুধু পরামর্শে সীমাবদ্ধ না রেখে যত দ্রুত সম্ভব যৌনবিশেষজ্ঞ দেখান। আর ঘাটতির জন্য বেশি করে পুষ্টিকর খাবার খান। বিশেষ করে রাতে ঘুমানোর আগে দুধ খান। সাথে কালোজিরা, মধু এগুলো ও ভাল ফলাফল দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

আপনার বর্ণনা অনুযায়ী তেমন কোন সমস্যা

নাই, শুধু শুধু টেনশন করতেছেন!!


আমার কথা বিশ্বাস না হলে ডাক্তারের পরামর্শ

নিয়ে দেখবেন একই কথা বলবে, সামান্য

কিছু ঔষধ দিবে, আর চিন্তা মুক্ত থাকতে

বলবে, অনেকে স্বপ্নদোষ মারাত্মক

রোগ বলে মনে করেন,আসলে এটা ঠিক নয়

আমাদের টেস্টিকলে বীর্য প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে।

যার কারণে  বীর্য থলি পরিপূর্ণ হয়ে যায়।

আর সেগুলো কমানোর করার দরকার পড়ে।

তাই শরীর নিজে নিজেই এগুলোকে শরির

বের করে দেয়। সেটি স্বপ্নদোষের মাধ্যমে,

পায়খানা, অথবা প্রস্রাবের সাথে শরির সেই

বাড়তি বীর্য বের করে দেয়।

মাসে 4/6 বার সপ্নদোষ হওয়া সাভাবিক।

যা শরিরের জন্য উপকারী।

তবে বেশি মাত্রা বা সপ্তাহে দু বারের বেশি

সপ্নদোষ হলে সমস্যা বলে বিবেচিত।


তবে আপনার যেহেতু শারীরিক দুর্বলতাও

দেখা দিয়েছে, তাই একজন যৌন বিশেষজ্ঞ

অথবা হামদর্দের চিকিত্সা নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ