আমি দীর্ঘ ৬ বছর যাবত হস্তমৈথুন করছি। এখস আমি পুরোপুরি ছেড়ে দিছি। কিন্তু আমি হস্তমৈথুন জনিত প্রধান রোগ গুলো নিয়ে প্রচন্ড সমস্যায় ভুগছি তাই আমি একটি কার্যকরি চিকিৎসা নিতে চাই। এখন আমার প্রশ্ন হল আমি কি হামদার্দের চিকিৎসা নিব? নাকি হোমিওপ্যাথি চিকিৎসা নিব?? দয়া করে অভিজ্ঞ কেউ উওর দিন। ধন্যবাদ।
শেয়ার করুন বন্ধুর সাথে

ভাই আপনি যদি টাকা খরচ করতে পারেন তাহলে হামদর্দ এর চিকিৎসা নেন। কারন এর ঔষধের প্রচুর দাম। যেমন কিছু কিছু যৌন ঔষধ এর দাম প্রতি ট্যাবলেট ৫০ টাকা। এখন আপনি যদি দিনে দুই বার একমাস খান তাহলে ৩০০০ টাকা লাগবে। এছাড়া অন্য ঔষধতো থাকবেই। আর আর্থিক সমস্যা থাকলে হোমিওপ্যাথিক চিকিৎসা নেন। এটি ধীরেধীরে আপনার যাবতীয় সমস্যা নির্মূল করবে। আর খরচ ও কম হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হস্তমৈথুন করলে শারিরিক মানসিক কোন সমস্যা হয় না তবে অতিরিক্ত হস্তমৈথুন করলে শরীর দুর্বল ও ক্লান্ত হয়। হস্তমৈথুন এর ফলে আপনার কাছে যে সমস্যা তৈরি হয়েছে তা মুলত আপনার বিশ্বাসের অভাব। হস্তমৈথুন এর সময়ে সবাই চায় আমার কার্যটি দ্রুত সম্পাদন হোক। এই দ্রুত দ্রুত করতে একরকম বিশ্বাস ও অনুভুতি পরিবর্তন হয়। তা থেকে মনে হয় হস্তমৈথুন এর কারনে আমার সমস্যা হয়েছে। হস্তমৈথুন এর ফলে কোন সমস্যা হয় না। আপনি চিকিৎসার ক্ষেত্রে গেলে, আপনি ৬ বছর যেমন হস্তমৈথুন করেছেন তেমনি একবছর সময় নিয়ে ঔষধ খান। এক্ষেত্রে অভিজ্ঞ কোন হোমিও ডাক্তারের পরামর্শ নিন। ধীরে ধীরে আপনার সমস্যা নির্মুলে হোমিও এর বিকল্প নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
DrMMTahsin

Call

আপনার যেসব সমস্যা, তা দূর করতে চাইলে, তার সমাধান করতে চাইলে কিছু নিয়ম মানতে হবে, ইনশা আল্লাহ্ মুক্তি পাবেন।
(১) নিজের অপরাধের জন্য আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে আকুল ভাবে ক্ষমা চাইতে হবে।
(২) আপনি বুঝতে পারছেন, এটা অপরাধ, ভুল,  ক্ষতিকর, তাই এই কাজ যেন আর না হয়, সে ব্যপারে দৃঢ় মনবল তৈরী করতে হবে।
(৩) কথায় কথায় ঔষুধ খাওয়া জরুরী না। অনেক সমস্যা আছে যা কোন ঔষুধ না খেলেও সমাধান করা সম্ভব।
(৪) আগে বুঝতে হবে, আপনি যেটাকে সমস্যা মনে করছেন, তা আসলে কোন সমস্যা কি সমস্যা না।
যদি সমস্যা হয়, তাহলে তার সঠিক সমাধানের চেষ্টা করতে হবে।
আর তা যদি সমস্যা না হয়, তবে তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে।
***********
উপরে যে সমস্যার কথা বলা হয়েছে, তা আমার জানা মতে কোন সমস্যা নয়।
এর জন্য তওবা করতে হবে,
সেই অভ্যাস থেকে ফিরে আসতে হবে,
পুষ্টিকর খাদ্য খেতে হবে,
বেশী রাত্রী জাগা যাবে না, তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি সকালে উঠতে হবে, সারা দিনে মোট ৬ থেকে ৭ ঘন্টা ঘুমাতে হবে,
পেট পরিষ্কার করতে হবে,
টেনশান করা যাবে না,
সকল নেশা ত্যাগ করতে হবে,
বাজে অভ্যাস ত্যাগ করতে হবে।
ইনশা আল্লাহ্ উপকার পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ