সমকামিতার কারণে সাধারণত এইডস হয় না।

তবে এতে বিরাট স্বাস্থ্য ঝুঁকি থাকে।

তাছাড়া সমকামিতা মহাপাপ। এটা বিকৃত মস্তিষ্কের কাজ। সমকামিতার ঘৃণ্য অপরাধের কারণে পূর্ববর্তী শক্তিশালী এক জাতিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

তাই তা পরিত্যজ্য। অন্যথায় এইডসের চেয়েও বড় ধরনের রোগ শাস্তি হিসেবে হয়ে যাওয়া অসম্ভব নয়। 

Talk Doctor Online in Bissoy App
Call

যদি একজনের শরীরে এইডস এর এইচআইভি ভাইরাস থাকে তবে অন্যজনেরও তা হবে।অন্যথায় না।

Talk Doctor Online in Bissoy App
tanmin

Call

সমকামীতার সাথে এইচআইভির কোন ডিরেক্ট রিলেশন নাই। একটা মেয়ের সাথে মিলন করলেও HIV হতে পারে যদি তার দেহে এই রোগ থেকে থাকে। সুতরাং ছেলে মেয়ে নির্বিশেষে অনিরাপদ মিলন HIV হওয়ার প্রধান কারন বলা যায়। তবে শুধু HIV নয় এছাড়াও অনেক ধরনের যৌনরোগ হতে পারে অনিরাপদ মিলনে। এর জন্য কনডম ব্যবহার করুন সুস্থ থাকুন।  


তবে এ থেকে দূরে থাকুন। 


Talk Doctor Online in Bissoy App