এইচআইভি ভাইরাস ওই লোকের রক্তেই থাকে, যার এইচআইভি তথা এইডস হয়েছে। রক্তের মধ্যে থাকে বলে পৃথিবীর সব মানুষের এইডস হয়ে যাবে- এমন তো কোনো কথা নেই।

এটা থাকে শুধু ওই লোকের রক্ত, বীর্যে- যার এইডস হয়েছে।

আর এইডস হওয়ার সবচেয়ে বিশ্বাসযোগ্য কারণ বা ইতিহাস যেটা বিজ্ঞানীরা বিশ্বাস করে থাকেন, তা হলো শিম্পাঞ্জি থেকে এর উৎপত্তি! 

ধারণা করা হয় আফ্রিকা অঞ্চলে একজন শিকারী শিকার করতে যাওয়ার সময় কোনো ভাবে তার শরীরে একটি ক্ষতের সৃষ্টি হয় আর তখনি সেই ভাইরাস শিম্পাঞ্জি থেকে তার মধ্যে চলে আসে! শিম্পাঞ্জির শরীরে যখন ভাইরাস টা ছিল তখন টা মোটামুটি একপ্রকারের নিরীহ ভাইরাস হিসেবে পরিচিত ছিল কিন্তু পরবর্তিতে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে এখন HIV বর্তমান রূপ লাভ করেছে। 

Talk Doctor Online in Bissoy App