হ্যা আল্লাহ এক জনই তিনার কোনো শরিক নেই । যারা আল্লাহ বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারা সকল মানুষদের আল্লাহর সৃষ্ট ভাববে এটাতে কোনো দ্বিধা নেই। সময় ও যুগের তালে মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে কেউ সঠিক পথে আর কেউ বেঠিক পথে চলে এসেছে। যার জন্য আল্লাহর বা সৃষ্টিকর্তা উনার নাম বিকৃত হয়েছে।  (আমি কোনো ধর্মে আঘাত দিবার উদ্দেশ্যে এসব বলিনি)



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যা আল্লাহ অবশ্যই একজন আর তার কাছে একমাত্র মনোনিত ধর্ম হচ্ছে ইসলাম এখন প্রশ্ন আসতে পারে কেন অন্যধর্মের আশা পূরন করে এইটা আমি বলবনা এখন আর আপনি মনে করলেই আল্লাহ সব ধর্মের হবেনা আমি কোন ধর্মের মানুষকে আঘাত দিতে চাইনি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
pkRasel

Call

অাল্লাহ সকল ধর্মের মানুষের সৃষ্টিকর্তা।

তার কোন কোন শরিক নেই,

বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন 

নামে ডাকে এতে কোন সমস্য নাই,

তিনি সকল ভাষা বুঝেন। 


তবে তিনি একটি ধর্মের কথা বলছে,

ইসলাম ধর্ম।

অন্য ধর্মের কথা বলেনি,


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
usmanahmad

Call

জ্বী বিশ্ব সৃষ্টিকর্তা একজন।উনাকে মুসলমানগণ বলেন আল্লাহ, খৃষ্টান

রা বলে ঈশ্বর, হিন্দুগণ বলেন ভগবান বলাসহ বিভিন্ন জন বিভিন্ন

নামে অভিহিত করে থাকেন।সব নামের অর্থ হলো এক বিশ্ব সৃষ্টিকর্তা।

আসলে আল্লাহ বা ভগবান বলায় কিছু আসে যায়না।

আসল মতানৈক্য বস্তু হচ্ছে তিনি অংশীদারী না নন,তাতে।


ইসলামের পরিভাষায় আল্লাহর প্রসিদ্ধ ৯৯ গুণবাচক নাম 

রয়েছে।তন্মধ্যে একটি হচ্ছে "রাহমান " তার অর্থ হচ্ছে " পরম

করুণাময় "।পরম করুণাময় তিনি যিনি আনুগত্য - অবাধ্য

উভয়কে উদারভাবে দান করে থাকেন।এ হিসেবে আল্লাহ

সব ধর্মাবলম্বীদেরকে নিজের নিয়ামত দ্বারা ধন্য করছেন।

এক কথায়,পৃথিবীর সকল ধর্মই বিশ্ব স্রষ্টায় বিশ্বাসী। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আল্লাহ্‌ এক ও অদ্বিতীয়। তার নানা বৈশিষ্ট্য পবিত্র আল-কোরআনে দেয়া আছে। আমরা মুসলমানরা সেই আল্লাহ্‌র ইবাদত করি। 

তবে, লক্ষণীয় বিষয় হল; ইসলাম ধর্মে স্রষ্টার ধারনা ও অন্যান্য ধর্মের স্রষ্টার ধারনা এক নয়। তাই, ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মগুলোতে স্রষ্টার যে ধারনা দেয়া হয়েছে তা ভ্রান্ত। 

তাই, একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিষ্টান যখন তার ধর্মের স্রষ্টার উপাসনা করছে সে আসলে শিরক করছে।  

আপনারা, এক্ষেত্রে ডাঃ জাকির নায়েকের লেকচারগুলো দেখতে পারেন। তিনি খুব চমৎকারভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন। 

বিঃদ্রঃ আমি একজন মুসলমান হিসেবে আমার নিজস্ব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করেছি। আমার মন্তব্যে কোন অমুসলমান ভাই বা বোন যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ