Indro paul

Call

এই তথ্য গুলো যদি গোপনে রেখে ইন্টারনেটের মাধ্যমে দেখতে চান তাহলে আপনি নিজস্ব একটা ওয়েবসাইট বানিয়ে সেখানে তথ্য গুলো সংগ্রহ করুন।

Talk Doctor Online in Bissoy App
abc

Call

অন ড্রাইভ ব্যবহার করুন। আপনি ৩২ জিবি পর্যন্ত বিভিন্ন ফাইল রাখতে পরবেন সম্পূর্ণ নিরাপদে।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

আপনি ফেসবুকে only me করে,

আপলোড করে রাখতে পারেন। 

বা, google drive/dropbox / evernote-এ

আপলোড করে রাখতে পারেন। 

Talk Doctor Online in Bissoy App
MMHRayhan

Call

আপনি আপনার যে কোন একটা gmail একাউন্টে gmail ও facebook এর তথ্য গুলো compos করে Draft এ রেখে দিন। প্রয়োজন হলে আপনি সেখান থেকে দেখতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Sazu

Call

"Safe in Cloud" এই এপ্স টা ডাউনলোড করে নিতে পারেন। এটাতে সুন্দর ভাবে সবকিছু সুন্দর করে রাখতে পারবেন এবং আপনার ডাটা পাইল গুলোও মেমোরি কার্ড অথবা জিমেইল একাউন্ট এ ব্যাকআপ রাখতে পারবেন যাতে মোবাইল নষ্ট হয়ে গেলে অথবা চুরি হয়ে আবার সহজেই রিস্টোর করে সব পেয়ে যাবেন।

Talk Doctor Online in Bissoy App
MaRS-7

Call

আপনি ঠিক যেমনটা বলেছেন সেভাবেই সম্ভব, তবে এক্ষেত্রে আপনি আপনার ফোনের মেমো বাদ দিয়ে ওয়ান নোট নামে মাইক্রোসফ্টের একটা এপ ব্যবহার করতে পারেন। এটা একদম ই মেমোর মত , তবে এক্ষেত্রে আপনার মাইক্রোসফ্ট ই-মেইল থাকতে হবে। আইডি খোলা একদম সোজা। এই সাইটে যান http://mail.live.com তারপর আপনার ফোনে যাই সেইভ করবেন সব অটোমেটিক আপনার ই-মেইলে সেইভ হয়ে থাকবে।

Talk Doctor Online in Bissoy App