আমার মোবাইল samsung galaxy S4 আমার মোবাইলে চার্জ থাকে না। সে জন্য আমার মনে হয়ে ছিল আমার বেটারি খারাপ হয়ে গেছে।।। তাই আমি একটি নতুন orginal বেটারি কিনি samsung galary থেকে ৭০০ টাকা দিয়ে... কিন্তু তারপর অ আমার মোবাইলে চার্জ থাকে না টিক যেন আগের বেটারির মতন চার্জ যায় ।।।।।। এখন আমি কি করতে পারি plz বলেন।। এটা কি আমার মোবাইলের problem না বেটারি change করব
Share with your friends
Jewel Rana

Call

আমার মনে হয় আপনার ফোনটি শর্ট হয়েছে। আপনি মোবাইল সার্ভিসিং এর দোকান অথবা স্যামস্যাং কাষ্টমার কেয়ারে ফোনটি দেখাতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

টিপস গুলো অনুসরণ করুন, সমাধান না

হলে কাস্টমার কেয়ারে সেট টি দেখালে ভাল

হবে।

১.apps কে হোম বাটন টিপ দিয়ে বের হবেন না ।তাহলে সেটি ব্যাকগ্রাউন্ড এ চলতে থাকবে। আপনি exit করে বের হবেন। নাহলে অনেক চার্জ খাবে।

২. Live wallpaper ব্যবহার করলে

৩- মোবাইল চার্জ দেওয়ার সময় গেম খেলে থাকলে

৪- মোবাইল চার্জ দেওয়ার সময় টানা কথা বলে

৫- আপনার ডাউনলোড করা apps গুলো যদি চালু থাকে তাহলে সরবেতা অনেক চার্জ যায়

৬- মোবাইলে বেশি গেম খেললে বা কথা বেশি বলে

৭- ব্লুটুথ-ওয়াই-ফাই-জিপিএস, ইনফ্রারেড কানেকশন চালু রাখলে

৮- স্ক্রীন এর উজ্জ্বলতা বা ব্যাকলাইট এর ব্রাইটনেস বা কনট্রাস্ট বেশি বাড়িয়ে রাখলে

৯- স্ক্রীন সেভার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ এ এনিমেশন বা ভিডিও খোলা রাখলে (শুধুমাত্র স্টিল ইমেজ ব্যবহার করতে পারেন) কালো ব্যাকগ্রাউন্ড সব চাইতে কম চার্জ খরচ হয় |

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

বেশি সময় চার্জ ধরে রাখতে এবং ব্যাটারি ভাল রাখতে করনীয় উপায় এখানে দেখে নিন। 

Talk Doctor Online in Bissoy App