আমার এই তথ্যটি জানা অতি প্রয়োজন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Takdir

Call


পৃথিবীর উৎপত্তি হয়েছে তিনশ কোটি বছর আগে তখন এইগ্রহটি ছিল পানি দিয়ে ভরাউপরিস্থলে দৃশ্যমান ছিল না কোনমাটি পুরো পৃথিবীতে মাত্র .০১মাটি ছিল কিন্তু তা ছিল পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় পানির মধ্যে ছিল দুটি উপাদান -হাইড্রোজেন আর অক্সিজেন এর সাথে পরে যোগ হয় সূর্যেরআলো  তাপ হাইড্রোজেনঅক্সিজেন আর সূর্য্যের আলোরসমাহারের ফলে ধীরে ধীরে জলজ প্রাণীর সৃষ্টি হয় জলজপ্রাণীর মৃত্যুর পর তাদের দেহাবশেষ মাটিতে রপন্তর হয়এভাবেই খুব ধীরে ধীরে মাটির সৃষ্টি হতে থাকে পৃথিবী সৃষ্টিহবার একলক্ষ চুয়াল্লিশ হাজার বছর পরে দশ ভাগ মাটিরউপস্থিতি ঘটে এবং পানির ভেতর থেকে মাটির একটাঅংশ ভেসে উঠে প্রথম যে অংশ চর হয়ে জেগে উঠেসেস্থানটাই হচ্ছে বর্তমানের মক্কা নগরী অন্য ভাবে দেখতে গেলেপৃথিবীতে সর্বপ্রথম যে মাটির সৃষ্টি হয় তা আজকের  মক্কা নগরীআর তার মধ্যস্থল হচ্ছে কাবা শরীফ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ