শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি যে মাটি কাটে সেটা মাপবেন নাকি জমি মাপার হিসাব করবেন বলেন নাই দুইটাঈ বলছি।

১. মাটি মাপ: দৈর্ঘ্য * প্রস্থ = ক্ষেত্রফল * গভীরতা = মাটির ফল আসবে

২. জমির মাপ : দৈর্ঘ্য * প্রস্থ = ক্ষেত্রফল÷৪৩৫.৬= জমির ফল ত্থা শতাংশ  আসবে, (এটা ফুটের হিসাব)


আর ,,,,দৈর্ঘ্য * প্রস্থ = ক্ষেত্রফল÷১৯৬= জমির ফল ত্থা শতাংশ বের হবে (এটা হাতের মাপ)


আর,,,,দৈর্ঘ্য * প্রস্থ = ক্ষেত্রফল ÷ ১০০০ = জমির ফল ত্থা শতাংশ আসবে,(এটা শিকলের মাপ):


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sintuorang

Call

ক্ষেত্রফল = বাহু X বাহু কর্ন = ১ বাহু X ১.৪১৪ পরীসিমা= ১ বাহু X ৪ এখন যদি প্রশ্ন হয় একটি বর্গক্ষের বাহুগুলির দৈর্ঘ্য ১২০ লিংক করে হলে উহার ক্ষেত্রফল এবং জমির পরিমান বাহির কর। তাহলে আমরা জেনেছি যে, ক্ষেত্রফল= বাহু X বাহু = ১২০ X ১২০= ১৪৪০০ বর্গলিংক (যদি ক্ষেত্রফলের একেকটি বাহু ১২০ লিংক হয়) এখন আমরা আগেই জেনেছি যে, ১ শতাংশ = ১০০০ বর্গ লিংক তাহলে জমির জরিমান, ১০০০ বর্গ লিংক = ১ শতাংশ ১ বর্গ লিংক = ১০০০ ভাহের ১ ভাগ ১৪৪০০০ বর্গ লিংকে কত হবে? সুতরাং ১৪৪০০০ বর্গ লিংকে ১০০০ দিয়ে ভাগ দিলে যা হবে তাই হচ্ছে তার ফল অর্থাত ১৪.৪০ শতাংশ হবে। আশাকরি সকলেই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ