শেয়ার করুন বন্ধুর সাথে

মাটির নির্দিষ্ট পিএইচ মান থাকে। যে মাটির পিএইচ মান ৬ এরনিচে তাকে অমস্ন মাটি বলে এবং যে মাটির পিএইচ মান ৭ এর উপরে তাকে ক্ষারমাটি বলে। ৬-৭.৫ পিএইচ মানসম্পন্ন মাটি হলো নিরপেক্ষ মাটি। তুলা চাষের জন্যমাটির পিএইচ মান ৬-৭.৫ থাকা ভাল।  তুলা উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টকর্মকর্তার সহায়তায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন অফিসের মাধ্যমে মাটির পিএইচমানজেনে নিয়ে তুলা চাষাবাদ করা ভাল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ