Yakub Ali

Call

এটি সেবন করলে খাওয়ার  অতিরিক্ত

রুচি বেড়ে যাবে ফলে বেশি খাওয়া হবে, তাই

সাময়িক ভাবে শরির মোটা দেখাবে।

এর ফলে শরির ও লিভার কিডনির উপর

চাপ পরে।

এটি খাওয়া বন্ধ করলে আবার চিকন হয়ে

যাওয়া সহ, অরুচি খিটখিটে মেজাজ সহ

নানা উপসর্গ দেখা দিবে।

তখন রুচি

বাড়ার ভিটামিন ও কাজ হবেনা

এটি নেশার মতো কাজ করে যতক্ষন খাবেন

ততক্ষণ শরির ফুলতে থাকবে, খাওয়া বন্ধ

করলে, সাভাবিক খাওয়ার রুচি ও চাহিদা

কোন টাই থাকবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই সিরাপটি বড় ফার্মেসীতে  পাবেন। সাথে কী খাবেন তা বলতে পারব না।সিরাপটি খেলে মোটা হবেন কিনা তাও বলতে পারি না। তবে এটুকো বলতে পারি মানুষ বা কোনো প্রানিকে মোটা করতে মেডিসিন তার কিডনিতে পানি জমায় ফলে সে মোটা হয়। ঔষুধ খেয়প মোটা না হওয়াই ভাল। কারন  এতে হিতের বিপরীত হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ