শেয়ার করুন বন্ধুর সাথে
Sintuorang

Call

কেন মানুষ বৃদ্ধ হয়-এ নিয়ে অনেক গবেষণা হয়েছে বটে কিন্তু প্রকৃত কারণ আজও জানা যায়নি। তবে যে কয়টা কারণ বুড়ো হয়ে যাওয়ার জন্য কাজ করে বলে ধরে নেয়া হয় সেগুলো অনেকটা এমনিঃ- টেলিমোর তত্ত্ব বলে পরিচিত ব্যাখ্যায় বলা হয় আমাদের শরীরের মৃত্যু পর্যন্ত একটা প্রোগ্রাম করে দেয়া হয়েছে। আমাদের জীবনগুলো ঠিক করে দেয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোষের (উণফফ- এর) বৃদ্ধি ঘটবে। সেই নির্দিষ্ট সময় পার হয়ে গেলে ঐ কোষ (উণফফ) বৃদ্ধি বন্ধ হয়ে যায়, প্রথমে আমরা বুড়ো হই এবং পরে মরে যাই। মানুষ কেন বুড়ো হয়? এ প্রসঙ্গে অনেকে মনে করেন-সময়ের সাথে শরীরে হরমোন নিঃসরণের পরিমাণ কমে আসে এবং শরীরে নানান রোগ বাসা বাঁধতে থাকে এবং আমরা বুড়ো হয়ে যায়। বার্ধক্যের আর একটা কারণকে এইভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। পরিবেশ দূষণ, ভেজাল খাদ্য গ্রহণ, অলস জীবন যাপনের জন্য আমাদের শরীরের প্রতিনিয়ত নানান ধরনের বর্জ্য, বিষ বা টক্সিট তৈরি হচ্ছে। এই বিষক্রিয়ার ফলে শরীরের স্বাভাবিক কার্যক্রমে বাধার সৃষ্টি হয় শরীর অসুস্থ হয়ে পড়ে এবং আমরা বুড়ো হয়ে যাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ