কিছুদিন আগে আমি আমলকি সিরাপ খেয়েছিলাম| তখন যানতাম না যে এর পার্শপতিক্রিয়া আছে | কিন্তু এখন যানি যানার পর আর সেবন করি নি| এর পর আমি সিনকারা খাই কিন্তু কোনোই লাভ হচ্ছেনা দিন দিন শুকিয়ে যাচ্ছি আমি খেতে পারি অনেক পুষ্টিকর খাবার খাচ্ছি তবুও কোনো ফল পাচ্ছিনা| আমি কি আর মোটা হতে পারবনা?
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

আমলকি প্লাস খাওয়ার পর অন্য কোন

 ভিটামিন ঔষধ সহজে কাজ করেনা।

মোটা হওয়ার দরকার নাই, মোটা মানেই রোগা

আপনি ভিটামিন বি+জিংক+ডমপেরিডন

+রেবিপ্রাজল ডাক্তারের পরামর্শ অনুযায়ী

খেতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমলকী প্লাস সেবন করেছেন তাহলে নিশ্চয় গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। আপনাকে একটা ব্যাবস্থা দিই। আশা করি ফলাফল পাবেন। tab- omidon 1+0+1 খাওয়ার ৩০ মি. পূর্বে। tab- pantonix 20 1+0+1 খাওয়ার ৩০ মি. পূর্বে। tab- hical-m 0+0+1 খাওয়ার পর। (টক, ঝাল, বাসী, ভাজা, তেল ও চর্বিজাতীয় খাবার, এলার্জী জাতীয় খাবার পরিহার করুন। শাকসবজি ও পানি বেশী খাবেন।)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ