ত্বক আগের মত হবে না কিছুটা দাগ থেকে যাবে, আর এই ব্রনের গর্তের দাগ সারানোর জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হচ্ছে ভিটামিন ই তেল। এটি ব্রণের গর্তে যাদুর মত কাজ করে। প্রতিদিন অল্প পরিমাণে ভিটামিন ই তেলের ব্যবহারে আপনার মুখমন্ডল হয়ে উঠবে দাগহীন,উজ্জ্বল। এটি ব্রণের কালো দাগ সারাতেও সাহায্য করে। ভিটামিন ই তেল বাজারে কিনতে পাওয়া যায়। আর না পেলে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন। প্রথমে সমস্ত মুখ মন্ডল তেল মুক্ত ফেস ওয়াস দিয়ে পরিষ্কার করে নিন । আরপর একটা পরিষ্কার পিন বা সূঁচ এর সাহায্যে ক্যাপসুলটি ফুটো করে তেল নিঃসরন করুন। তারপর পরিষ্কার হাত দিয়ে মুখে লাগিয়ে নিন। খুব বেশি তৈলাক্ত ত্বক হলে লাগানোর আধ ঘণ্টা পর টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেল চেপে চেপে তুলে নিন। নয়ত সারা রাত লাগিয়ে রাখতে পারেন। সমস্যা খুব বেশি না হলে সপ্তাহে ২-৩ বার এভাবে করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি  যেটাই ব্যবহার করেন  না 

কেনো আপনার ত্বক  আগের মতো ফ্রেশ

হবে না।ব্রণের কিছুটা স্মৃতি চিহ্ন থাকবেই।

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

যেহেতু আপনি ডাক্তারের পরামর্শ ঔষধ

চিকিত্সা নিতেছে, তাই কোন টিপস

নেওয়ার দরকার নাই, আপনার ডাক্তার

বিষয় টি অবহিত করতে পারেন, তিনি

আপনাকে এর সমাধান বলে দিবে, হয়তো

বাডতি কিছুর প্রয়োজন পড়বে।

Talk Doctor Online in Bissoy App