Yakub Ali

Call

ভাই এটি ললিপপ ভার্সন নয়,

এটি ম্যার্সম্যালো ভার্সন এর মোবাইল।

বর্তমানের সব ছেয়ে লেটেস্ট ভার্সন।

এটি 1.3 গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর

তাই নেট স্পিজ কম হওয়ার কথা নয়।

আপনি সেটিং থেকে only 3G মুডে রাখুন।

অপারেটর পরিবর্তন করে দেখুন।

নেট স্পিড এর জন্য 1.3 গিগাহার্জ

 কোয়াড কোর প্রসেসর অনেক শক্তিশালী।

যে যায়গায় আছেন সেটি থেকে 

খোলা যায়গায় বেরিয়ে এসে দেখুন।

Talk Doctor Online in Bissoy App

6.0 Marshmallow, উন্নত Mail-400 GPU, 1.3 GHzquad core processor, ১জিবি Ram এবং উন্নত ৩জি নেটওয়ার্ক ব্যাণ্ড ব্যবহার করা হয়েছে ফোনটিতে। তাই নেট স্পিড স্লো হওয়ার পেছনে ফোনের কোনো হ র্ডওয়্যারের দোষ খুঁজতে যাওয়া অনর্থক। আপনি প্রথমেই আপনার Data Balance চেক করুন।যদি যথেষ্ট ডাটা ব্যালেন্স থাকার পরও আপনি এ সমস্যাটি ফেস করেন তবে তার কারণ হবে আপনি স্ট্রং ৩জি এরিয়ায় নেই। আর ঐ চিহ্নটটি দ্বারা বোঝায় আপনার ফোনটি ডাটা কানেকশন পেয়েছে। তাই ঐ সাইনটি না আসার কারণ হলো আপনার ফোনটি সঠিকভাবে ডাটা কানেকশান পায়নি।তাই আপনি নেট চালাতে পারছেন না।এ অবস্থায় ডাটা ব্যালেন্স থাকার পরও এ সমস্যা ফেস করলে অপারেটর পরিবর্তন করতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

স্পিড আপনার এলাকার উপর নির্ভর করবে।

Talk Doctor Online in Bissoy App