AbdulHalim

Call

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী পুরুষের অনুপাত ১০০ঃ১০৩।অর্থাৎ মোট জনসংখ্যার অর্ধেকই নারী।এই অর্ধেক জনসংখ্যাকে বাদ দিয়ে একটি দেশের উন্নতি কখনো সম্ভব নয়।নজরুলের মতে," পৃথিবীতে মহান যা কিছু সৃষ্টা চির কল্যাণকর,অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর"।বাংলাদেশের মত কুসংস্কারাচ্ছন্ন পশ্চাদপদ জাতির উন্নতিতে নারীর অংশগ্রহন নিশ্চিত করে কল্যাণকর কিছু করার জন্য নারীকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিয়ে আনার বিকল্প নেই বলেই আমি মনে করি।

কিন্তু যেদেশে নারী পুরুষের সমান অধিকার বলে চেঁচামেচি করা হয় সেদেশে নারীকে অগ্রাধিকার দেয়াটা আবার হাস্যকর ও লাগে।বিশেষ কিছু ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে কিন্তু অতিমাত্রায় নয়।যেমন প্রাইমারী শিক্ষক নিয়োগ ৬০%নারী কোটা রয়েছে।এসকল অতিমাত্রায় অগ্রাধিকার বেকার যুবক তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমি মনে করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ