TarikAziz

Call

যদি সমাজের ভালো কিছু করতে চান, 

যেমন - মেয়েদদের সম্মান, মারামারি-ঝগড়া

বন্ধ করা ইত্যাদি, তাহলে ""আর্দশ যুবক সংঘ ""

নামটি দিতে পারেন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সংগঠনের নাম গুলো ইসলামিক নাম দেয়া ই ভাল । আমি কিছু নাম বলছিঃ ১। ওমর বিন খাত্তাব রাঃ ইসলামি শান্তি সংগঠন। ২। সা'য়াদ বিন আবি ওয়াক্কাস রঃ শান্তি সংগঠন। ৩। আবাবিল যুব সংগঠন। ৪। সালসাবিল যুব সংগঠন। ৫। আবু বকর যুব সংগঠন। ৬ টি নাম দিলাম। পছন্দ না হলে জানিয়েন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কিছু নাম দিলাম "স্পৃহা জনতার সাথে মোরা" "নতুনের আহ্বানে" "নিবৃত আলোর শিখা"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Greenlight Association.....


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আল ইত্তেহান ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ নামটি দিতে পারেন!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনারা আপনাদের সংগঠনটির নাম দিতে পারেন 'তারুণ‍্য'।

শ্লোগান হতে পারে: মোরা বড় হতে চাই।
লক্ষ্য ও উদ্দেশ্য হতে পারে:
১★বাংলাদেশের বাসিন্দা যারা, তাদের উপর অথবা বাইরে থেকে বাংলাদেশে যারা মেহমান হয়ে আসবে, তাদের উপর আমরা কাউকে জুলুম করতে দেবো না এবং আমরাও কেউ কারো উপর জুলুম করবো না।
২★যারা জুলুমবাজ, যারা অত্যাচারী, তাদেরকে আমরা কঠোর হাতে দমন করবো।
৩★ঝগড়া-বিবাদ থেকে আমরা সবাই দূরে থাকবো।
৪★যারা মজলুম, যাদের উপর অত্যাচার করা হবে, তাদেরকে আমরা রক্ষা করবো এবং তার প্রতিশোধ নেবো।
৫★সবসময় আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থাকবো।
৬★এতিম, বিধবা ও মিসকিনদের যত্ন নেবো।
৭★যারা বেকার, তাদের কাজ জোগাড় করে দেবো।
৮★আমরা দেশের অরাজকতা ও অশান্তি দূর করবো।
৯★খারাপ কাজ কাউকে করতে দেখলেই বাঁধা দেবো।
১০★আমরা পথিকদের জান-মালের হেফাজত করবো।
১১★আমরা নিঃস্ব-দরিদ্রদের সাহায্য করবো।
১২★সবলদের দুর্বলদের প্রতি অত্যাচার করা থেকে বিরত রাখবো।
১৩★যারা দুষ্কৃতিকারী, তাদের চোখে চোখে রাখবো
১৪★কৃষক-শ্রমিক, ধনী-দরিদ্র, সবল-দুর্বল, সকলের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করবো।
১৫★দেশের সমগ্র জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করবো
১৬★সকল প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি, নির্যাতন, নিপীড়ন, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, হত্যা, ব্যভিচার, সুদ, ঘুষ, প্রতারণা, বিদআত, ফেত্না প্রভৃতি বন্ধ করবো।
১৭★জাতি-ধর্ম-বর্ণ-পেশা-দল-মত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করবো
১৮★ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সদাচার, নৈতিকতা, মানবতাবোধ, শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠায় দেশের জনগণকে উদ্বুদ্ধ করবো।
১৯★দেশের জনগণকে কল্যাণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত, মানবাধিকার সচেতন, সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পন্ন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবো
২০★দেশের জনগণকে রাষ্ট্রীয় অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করবো
২১★দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতা ও সহনশীলতার মনোভাব সৃষ্টি করবো।
২২★বিশ্বভ্রাতৃত্ব, ঐক্য, সাম্য, পরমত সহিষ্ণুতা, অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীলতা, আন্তর্জাতিক সম্প্রীতি ও বিশ্বশান্তি প্রতিষ্ঠা করবো
২৩★প্রত্যেক ধর্মের লোকেরা যাতে নিজ নিজ ধর্ম পালনে কোনো প্রকার বাধার সম্মুখীন না হয়, সেই পরিবেশ সৃষ্টি করবো।
২৪★দেশের দরিদ্র জনগণের দারিদ্রতা বিমোচনে উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করবো।
২৫★সকলের জন্য সম অধিকার, সম আইন ও আইনের সম প্রয়োগ বাস্তবায়ন করবো।
২৬★দেশের জনগণের মৌল মানবিক চাহিদা পূরণে সচেষ্ট হবো।
২৭★দেশে সর্বোচ্চ হারে খাদ্য উত্‍পাদন, খাদ্যের সমবন্টন ও নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিত করবো।
https://free.facebook.com/badshahniazulhasanjewel/about?lst=100007432598691%3A100007432598691%3A1530781575&refid=17
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

★নামটি এরকম হতে পারে''আমারাই পারি যুব সংগঠন "

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ