শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

"প্র‍্যাগনেন্সির সময় সহবাস করা নিরাপদ, যতক্ষণ পর্যন্ত গর্ভাবস্থা স্বাভাবিক থাকে, তবে এনাল সেক্স (পায়ুপথে সহবাস) বর্জন করা উচিত" -Babycenter, Mayo Clinic, WebMD "প্র‍্যাগনেন্সির সময় সহবাস যায়েজ, যদিনা তাতে ক্ষতির সম্ভাবনা থাকে। স্ত্রীর অনিচ্ছায় সহবাস করা উচিত নয়। নেফাস অবস্থায় ও এনাল সেক্স হারাম" -IslamicQA এবার আপনার প্রশ্নে আসি, গর্ভাবস্থায় কনডম ব্যবহার করা বা না করায় কোনো সমস্যা নেই। কারন এসময় জরায়ুমুখ উন্মুক্ত থাকেনা ফলে বীর্য জরায়ুতে প্রবেশ করে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকেনা। তবে কনডম ব্যবহার করা উচিত। আর একটি বিষয়, খেয়াল রাখবেন এসময় যাতে যোনিপথে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। সামান্য বাতাসের বুদবুদও খারাপ অবস্থার সৃষ্টি করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জি,গরভা বস্থায় সহবাস করতে হলে কনডম ব৽াবহার করাই নিরাপদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ