Yakub Ali

Call

এটি একটি স্বাভাবিক ক্রিয়া ভয়ের কিছু নেই।

অতিরিক্ত রক্তপাত অব্যাহত থাকলে একজন
বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
অতিরিক্ত ব্যাথা নিরাময়ে Aceclofenac ঔষধ
টি খেতে পারে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রায় অধিকাংশ মেয়েদের ই প্রথম সহবাসে এরকম ঘটনা ঘটতে পারে, এটা মোটেই ঘাবড়াবার কিছু নয়।তবে হ্যাঁ রক্ত সাধারনত ১-২ মিলি এর মত যেতে পারে, এর বেশী হলে সেটা একটু ভয়েরই! যদি খুব বেশী রক্ত যায় তাহলে সাথে সাথে সহবাস বন্ধ করে দিতে হবে।তবে রক্ত পড়া বন্ধ করতে ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষুধ খাওয়া যাবেনা,এতে শরীরের অন্য জায়গার রক্তনালী তে রক্ত জমাট বেধে ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে।আর এখানে এত রক্তক্ষরণ হবার কথা নয় যাতে ঔষুধ খেতে হবে যদি না তার ব্লিডিং ডিসওর্ডার না থাকে। আপনি এই রক্ত বন্ধ করতে পরিষ্কার তুলা/গজ/কাপড় দিয়ে চেপে ধরুন ৫ মিনিটের মধ্যেই ভাল হবে, বাসায় বরফ থাকলে সেখানে দিতে পারেন এতে আরো দ্রুত রক্ত বন্ধ হবে। সেদিনের মত আর সহবাস করবেন না,কারন এতে আপনার সঙ্গিনী অনেক ব্যাথা পাবে এবং আবার রক্তপাত হতে পারে।। ব্যাথা দ্রুত কমার জন্য একটা ভালো ব্যাথানাশক ট্যাবলেট বা ইনজেকশন করতে পারেন।সেক্ষেত্রে আপনি কিটোরোলাক জাতীয় ঔষুধ যেমন "রোলাক ১০ মি.গ্রা." দিনে দুই বার এবং এটা খাবার ৩০ মি.আগে "ট্যাবলেট জোড়েল ২০ মি.গ্রা. দিনে দুটা করে খাবেন। ক্ষতটা বেশী হলে সাথে একটা এন্টিবায়োটিক খেলে ভাল হয় কারন মেয়েদের যৌনাঙ্গে অনেক জীবাণু থাকে,সেগুলো সংক্রামন সৃষ্টি করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ