সহবাসের 5 দিনের মধ্যে খেলে গর্ভধারনের কোন ঝুকি থাকে না। পিউলি বিষেশ জরুরী প্রয়োজনেই খাওয়া উচিত, আপনি রেগুলার পিল যেমন নরডেট 28, মরভেলন, ওভাস্টেট এগুলো খেতে পারেন এক পাতা এক মাস। খাওয়ার আগে ভেতরে ব্যবহার বিধি ভাল করে পড়ে দেখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মাসিক শেষ হবার পর ৭ দিন পর্যপ্ত কোন কিছুু খেতে হবে না, এটা প্রাকৃতিক নিরাপদ সময়। আর পিউলি হচ্ছে জরুরী জন্মনিয়ন্ত্রক পিল।কোন একবার হঠাৎ অনিরাপদ মিলন হলে তার পাঁচ দিনের মধ্যে একটা পিউলি খেলেই আর গর্ভধারণ হবে না।তবে একমাসের মধ্যে পরপর দুইবার পিউলি কাজ করবে না,সেক্ষেত্রে গর্ভধারণের সম্ভাবনা থাকে। আর প্রতিদিনের জন্য এসব জরুরি পিল নয় বরং আপনি ফেমিকন, সুখী এসব পিল প্রতিদিন খাওয়াতে পারেন,তাতেও জন্মনিয়ন্ত্রিত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ