একসাথে ৩তালাক না বলে ১তালাক ২তালাক ৩তালাক বললে কী হয়ে যাবে
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মুখে পরপর তিনবার 'তালাক' উচ্চারণ করল অথবা একসাথে 'বায়েন তালাক' কথাট বললেই তালাক কার্যকরী হয় না। যদিও ভুল ধারণাটা এখনও অনেকের মধ্যে আছ এবং আমাদের দেশে স্বামীরা অহরহই মুখ মুখে তালাক দিয়ে থাকেন। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আ অধ্যাদেশের ৭ (১) ধারা অনুযায়ী, স্বাম তালাক দেবার পরপরই তালাক দেব সংবাদটি একটি নোটিশের মাধ্যম চেয়ারম্যানকে (যে চেয়ারম্যান এলাকায় স্ত্রী বাস করছেন) জানাতে হবে সেই নোটিশের একটি কপি স্ত্রীক পাঠাতে স্বামী বাধ্য। স্বামী যদি চেয়ারম্যান এবং স্ত্রীকে তালাক নোটিশ না পাঠান, তবে ঐ একই আইনের (২) ধারা অনুযায়ে স্বামী এক বছর পর্যন্ কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমান অথবা অথবা দুটি দণ্ডেই দণ্ডিত হবে নোটিশ পাবার ত্রিশ দিনের মধ্য চেয়ারম্যান স্বামী-স্ত্রীর মধ্য পুনর্মিলন ঘটানোর উদ্দেশ্যে উভয়পক্ষ প্রতিনিধিদের নিয়ে একটি সালিশ পরিষদ গঠন করবেন এবং তাঁদের মধ্য সমঝোতা আনার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থ নেবেন। কিন্তু সালিশীতে যদি কাজ না হয় এব নোটিশ দেবার ৯০ দিনের মধ্যে স্বামী যদ স্ত্রীকে দেওয়া নোটিশ প্রত্যাহার ন করেন, তবে ৯০ দিন পরে তালাক কার্যকর হবে। ৯০ দিন পার না হওয়া পর্যন্ দম্পতিকে আইনসিদ্ধ স্বামী-স্ত্র হিসেবেই ধরা হবে এবং স্ত্রী ভরণপোষ পাবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, মুসল পারিবারিক অধ্যাদেশ ১৯৬১ -এর ৭(১) ন ধারা অনুযায়ী - চেয়ারম্যান ও স্ত্রীক নোটিশ না পাঠালে স্বামী শাস্ত পাবেন ঠিকই, কিন্তু তালাক বাতিল হব না। তালাক কার্যকরী হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ