ধরুন আমি আমার Girl friend এর সাথে

মোবাইলে কথা বললাম বা প্রেমালাপ

 করলাম তাহলে রোযার মাসালা কি


Share with your friends
Yakub Ali

Call

মাসালা যেহেতু যানতে চাইলেন, তবে বলতে

হয়, এরুপ ইসলামে নিষিদ্ধ।

এতে রোজা ভঙ্গ হবেনা, কিন্তু এরুপ গুনাহের

কাজ করলে রোজা মাকরুহ হয়ে যায়।

রোজা( সাওম) মানেই বিরত থাকা।

Talk Doctor Online in Bissoy App
AbdulHalim

Call

রোজায় কিছু বিষয় থেকে নিজেকে সংযমে রাখতে হয়।তাছাড়া রোজা কবুরের জন্য অবশ্যই নিজের মুখ,চোখ,কান,অন্তরের হেফাজত করতে হয় যাতে তা অশ্লিল কথা বলা,অশ্লিল কথা শুনা,এবং অশ্লিল কিছু দেখা থেকে বিরত থাকে।তাই রোজা রেখে বেগানা নারীর সাথে কথা বলার ফলে কান ও জবানের হেফাজত করা যায়না। সুতারাং রোজা কবুলের শর্ত হিসাবে বেগানা নারীর সাথে কথা বলা থেকে দূরে থাকতে হবে।

Talk Doctor Online in Bissoy App