Call

আপনি ট্যাবলেট দামাসিন খেতে পারেন এটি আয়ুবেদিক ঔষুধ গাছ গাছড়া থেকে তৈরী, কোন ক্ষতির প্রভাব নেই। এটি প্রতি জেলায় ১ টি নেপচুনের বিক্রয় কেন্দ্র আছে, আপনার নিকটস্হ জেলায় খোঁজ করুন। দাম -২২০ টাকা আর তাদের সপে ডাক্টারের মাধ্যেমে আপানাকে পরীক্ষা করে ঔষুধ দেবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি পুষ্টিকর খাবার খাবেন।মুখে রুচি না থাকলে রুচিবর্ধক সিরাপ খাবেন।এক্ষেত্রে কালোমেঘ,বলারিস্ট এই দুটা খেত পারেন। আর বেশি বেশি পানি খাবেন এবং পর্যাপ্ত ঘুমাবেন।তাহলে সাস্হ্য ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
GksBijoy

Call

আপনাকে নিয়মিত খাবার গ্রহণ করতে হবে। এছারা প্রতিদিনরে খাবারের তালিকায় সাক-সব্জির নাম রাখতে হবে। প্রতিদিন রাতে দেশিবুট একমুট করে ভিজিয়ে রাখতে হবে আর সকালে সেই ভিজানো বুট খালি পেটে খেতে হবে। তাহলে আপনার সাস্থ ঠিক হবে। এটা প্রমান আমি নিজে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হোমিও "আল ফালফা" সিরাপ দৈনিক ২বার ২চা চামচ খাবেন। এটি খাবার রুচি,হজম শক্তি,ঘুম বৃদ্ধি করে স্বাহ্যর উন্নতি করবে। এটি গাছ থেকে তৈরী। তাই পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই ঔষুধটি কার্যকারী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
BidhanDey

Call

আপনি এলোপ্যাথি চিকিৎসায় কোন প্বাশ্বপ্রতিক্রিয়া ছাড়া প্যারিকটিন ট্যাবলেট ১ টা করে দিনে ১ বার, তবে এটার বিভিন্ন কোম: আছে আপনি ইন্দোবাংলার টা খাবেন, দাম ১০ ট্যাব ৫০ টাকা। খুব বেশিদিন খাবেন না ১ মাস খাবেন, আর সাথে হরলিস্ক এবং দুধ খাবেন, বেশি পানি পান করবেন। আশাকরি আপনি আগের চেয়ে অনেকটা স্বাস্থ্যববান হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
tamim333

Call

ভাই আপনি হামদাদ সিনকারা সিরাপ খেতে পারেন এটি খেলে মুখের রুচি বৃদ্ধি পায় সিনকারায় যা যা পাওয়া যায়ঃ- ১. মানসিক চাপ ও দুর্বল অবস্থা দূর করে। ২. ভিটামিনের ঘাটতি পূরন করে। ৩.মাসনিক কার্যক্ষমতা বাড়ায়। ৪. ওজন হ্রাস করে। ৫. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ৬. শরণশক্তি বৃদ্ধি করে। ৭. সাস্থা সুন্দর হয়। আমি এই সিরাপ খেয়ে অনেক ভাল ফল পেয়েছি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ