দাগ দূর করতে মধু একটি কার্যকারি উপাদান। রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে মধু লাগান। সারারাত তা রেখে সকালে ঘুম থেকে উঠে তা ধুয়ে ফেলুন। মধুর সাথে দারুচিনি গুঁড়া মিশিয়ে শুধুমাত্র দাগের উপর লাগিয়ে ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চাইলে সারারাতও রাখতে পারেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মুখের দাগ দূর হয়ে গোছে। অথবা, লেবুর রসের সাথে সামান্য পানি মিশিয়ে একটি তুলার বলের সাহায্যে তা মুখে ৩-৪ মিনিট ঘষুন। যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে এর সাথে গোলাপ জল মিশিয়ে নিবেন। সম্ভব হলে ১ চামচ লেবুর রসের সাথে ২ চামচ ই ক্যাপসুল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই উপকারী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাজারে বিভিন্ন স্পট অাউট ক্রিম পাওয়া যায়, ওগুলো ব্যাবহার করলে উপকৃত হবেন। ব্যবহারের নিয়ম ক্রিমের গায়ে লেখা থাকে।

অার গর্ত দুর করার জন্য বেসন অার ময়দা একসাথে গুলিয়ে মুখে লাগান,সপ্তাহে ২ দিন।

দাগ দূর করার অারেকটি ঘরোয়া পদ্ধতি হলো,লেবু অার লবন মিক্স করে ২ মিনিট মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।ভাল কাজে দেবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি রাতে ঘুমানোর আগে মেলাট্রিন নামক একটা ক্রিম আছে যে কোন ফার্মেসিতে পাবেন সেটি দাগে হালকা করে লাগিয়ে ঘুমাবেন সকালে উঠে ধুয়ে ফেলবেন আপনার দাগ চলে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ