avir

Call

"মাদক কিছুই দেয়না বরং কেড়ে নেয়" বিশ্লেষণ : মাদক , এই শব্দটি বর্তমান প্রেক্ষাপটে একটি ভয়াবহ ব্যাধি। মাদকদ্রব্য ধ্বংস করছে জীবনীশক্তি কোনো ভাবে কেউ মাদকাসক্ত হলে অচিরেই নেশা তাকে পেয়ে বসে, সে হয়ে পড়ে নেশার কারাগারে বন্ধি মাদকাসক্তির ফলে একজনে মানুষ এর জীবন হুমকির মুখে পড়ে যায়। মাদক দ্রব্য কি /মাদক কি? উত্তেজনা ও অবসাদ সুষ্টিকারী যে সকল দ্রব্য গ্রহণে মানুষের স্বাভাবিক চেতনা লোপ পেয়ে নেশার সৃষ্টি করে ও আচারনের অনাকাঙ্খিত পরিবর্তন ঘটে এবং তা গ্রহণের জন্য তীব্র আসক্তি সৃষ্টি করে ও অপব্যবহারের কারণ ঘটাতে পারে এমন সব দ্রব্যকেই মাদকদ্রব্য বলে যেমন- হেরোইন, ইয়াবা, মরফিন, গাজা, ফেন্সিডিল ইত্যাদি। মাদক কেনো গ্রহণ করা হয় : মাদকাসক্তির বড় কারণ মাদকের সহজলভ্যতা, মাদকের প্রতি তরুণ প্রজন্মের কৌতূহল ও নিছক মজা করার প্রবণতা, মাদকের কুফল সম্পর্কে প্রকৃত ধারণার অভাব, প্রেমের বেদনা ভুলা, হতাশা, সঙ্গদোষ, মাদকের কুফল: শারিরীক/মানসিক সমস্যাঃ মন মানসিকতা খারাপ, মেজাজ খিটখিটে, উচ্ছৃঙ্খল আচরন, মিথ্যে বলা, হতাশা, অবশাদ, অনিদ্রা, শরীরে ইনফেকসন যেমন ব্রষ্কাইটিস, ক্যান্সার, যক্ষা, জন্ডিস, হেপাটাটিস বি ও সি, এইডস সিফিরিস, পনোরিয়া, এন্ডোকার্ডাইটস,সেপটিমেমিয়া হৃদপিন্ড-হার্ট ব্লক, হার্টবড় হয়ে যাওয়া পাকস্থলী-অরুচি, আলসার, ক্যান্সার ,পরিশেষে মৃত্যু আর এই থেকে বুঝা যায় মাদক কিছু দেয়না বরং কেড়ে নেয় একটি সুন্দর জীবন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Rakheerand1

Call

মাদক কিছু দেয় না বরং কেড়ে নেয় এই উক্তির বিশ্লেষন নিচে দেওয়া হলো বিশ্লেষণঃ মাদক এক প্রকার ব্যাধির নাম যা আমাদের দেশে দিন দিন বেড়েই চলেছে,,,,, কোন মানুষ এক মাদক সেবন শুরু করলে তার পক্ষে স্বাভাবিক জীবনে ফিরে আসা কষ্টের ব্যাপার কারন যে মাদক সেবন করে সে চাইলেও তা ছাড়তে পারে না মানুষ হতাশা ই পড়ে মাদক গ্রহন শুরু করে আবার বন্ধু দের পাল্লাই পড়েও মাদক গ্রহন শুরু করে তারা মনে করেন একমাত্র মাদক ই তাদের কষ্ট বেদনা হতাশা থেকে মুক্তি দিতে পারবে কিন্তূ তা নয় মাদক সেবন এর ফলে জিবনে নেমে আসে ঘোর অন্ধকার জীবন হয়ে যাই কষ্টময় মাদক সেবন করার জন্য মানুষ অনেক খারাপ কাজে জড়িয়ে পড়ছে আর ফলে সমাজে ক্রাইম বেড়ে যাচ্ছে তাই বলে হয়েছে মাদক কিছু দেয় না বরং কেড়ে নেই

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ