যন্ত্র বলতেই তা আমাদের কিছু না কিছু ক্ষতি করে | তবে চুল কাটা মেশিনের তুলনায় অনেক বেশি ক্ষতি হয় মোবাইলের দ্বারা | মোবাইল বলতেই নেটওয়ার্ক যা একটি তাড়িৎ চোম্বক তরঙ্গ যা আমাদের ব্রেনে আঘাত করে এছাড়া এটি আমাদের হার্টে আঘাত করে | এবং মোবাইলের আলো চোখের সমস্যার কারণ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Md Ashif

Call

মেশিনে চুল কাটলে খুব সল্প ক্ষতি হয়। কিন্তু মোবাইলের ফলে অনিদ্রা, মাথা ব্যাথা, চোখে সমস্যা এসব বড় বড় ক্ষতি হয়। অতএব মোবাইল দ্বারা সমস্যার কাছে চুল কাটার মেশিন দ্বারা ঘটিত সমস্যা কিছুই না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মেশিন দিয়ে চুল কাটলে আপাতত তেমন কোন ক্ষতি হয় না,তবে এ নিয়ে গবেষকরা , গবেষণা করছে। অদক্ষ কারিগর দ্বারা যদি,আপনি মেশিনে চুল কাটেন,তবে আপনার জন্য কিছুটা মারাত্ক।তবে মোবাইল ফোনের চেয়ে বহু অংশে কম। মোবাইল ফোনে থাকে ক্ষতিকারক তরিৎ চুম্বক।যার ফলে আমাদের ব্রেনের মারাত্ক ক্ষতি হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ