না । চুল না উঠার কারন তো শুধু ভিটামিন ই এর অভাব নয়। যদি ওখানকার হেয়ার ফলিকল বা মেলানোসাইট নষ্ট হয়ে যায় তাহলে আর চুল উঠবে না। তবুও আপনি চেষ্টা করে দেখতে পারেন। ভিটামিন ই এর অভাবজনিত কারন হলে চুল উঠতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SohagRaha

Call

হ্যা আপনার চুল যদি পড়ে যায় তাহলে ই ক্যাপ তেলের সাথে ব্যবহার করুন ৷ তিন মাসে কিছুটা হলেও চুল গজাবে যদি কিনা চুল পড়া আপনার হরমোন জনিত না হয় ৷ আর মাথার স্কাল্প এ মেসেজ করুন প্রয়োজনে ভাইব্রেটর ব্যবহার করুন ৷ এভাবেই আপনি আপনার হারান চুল ফিরে পেতে পারেন ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ