এই রক্ত পরাটা হতে পারে রেনাল কোন ডিজিসের কারনে অথবা এটা যদি জরায়ু থেকে আসে তাহলে তাহলে গাইনোকোলজক্যাল কোন সমস্যা হতে পারে। এটার সঠিক রোগ নির্ণয়ের জন্য আরো অনেক প্রশ্নের উত্তরের দরকার যেগুলি আপনি এখানে বলেনি। আমার পরামর্শ হবে ,রক্তটা যদি শুধু পেশাব করলে তার সাথেই আসে তাহলে একজন নেফ্রলজিস্টকে দেখান আর যদি এটা অন্য সময়েও রক্ত আসে তাহলে একজন গাইনোকোলজিস্ট কে দেখান।সঠিক চিকিৎসা পাবেন আশাকরি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ