আমি বিদেশ এ যাওয়ার জন্যে মেডিকেল করাই। মেডিকেল করানোর পর SGPT ধরা পরেছে ৯৬ আছে যেখানে নরমাল ভেলু ৪২ আর আমার ৯৬ এটা আসলে কি আমাকে ডিটেইলস বুজিয়ে বলুন। এটা ভালো হতে কত দিন লাগতে পারে ? উনারা আমাকে একটা সিরাপ এবং টেবলেট দিয়েছে এবং কিছু সাজেস্ট করেছে বলেছে ৭ দিন এ ঠিক হয়ে যাবে। ৭ দিন পর আসবেন আবার চেকাপ করাতে।
Share with your friends

SGPT হচ্ছে লিভারের একটা এনজাইম। হেপাটাইটিস এর কারনে যখন লিভারের কোষ ভেঙ্গে যায় তখন এই এনজাইম রক্তে বেরে যায়।এটা ৭ দিনে ভাল হবে না তবুও যেতে বলেছে কারন ৭ দিন পর বুঝা যাবে কোন প্রকারের হেপাটাইটিস হয়েছে, কতদিন লাগবে ভালো হতে এসব দেখার জন্য। এ কয়ক দিন আপনি সম্পূর্ন রেস্ট এ থাকুন,অযাথা হাঁটাহাটি করবেন না।শুয়ে থাকুন।

Talk Doctor Online in Bissoy App