আপনার দাঁতে নানা রকমের সমস্যা থেকে এটা হতে পারে যেমন,, মাড়িতে সংক্রমণ হলে দাঁত থেকে রক্ত পড়তে পারে।  আঘাতজনিত কারণেও দাঁত থেকে রক্ত পড়ে।  যেকোনো ধরনের মাড়ির রোগ হলে।  ভিটামিনের অভাবেও দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে।  সঠিক পদ্ধতিতে দাঁত না মাজলে।  রক্ত রোগের কারণেও মাড়ি থেকে রক্ত পড়তে পারে।  ডেঙ্গু হলেও কখনো কখনো দাঁতের গোড়া থেকে রক্ত আসে।  হিমোফিলিয়ার কারণেও রক্ত পড়ে দাঁত থেকে।  শিশুর লিউকেমিয়া হলেও দাঁত থেকে রক্ত পড়ে। বিশেষ করে, ভিটামিন ‘সি’ আর ‘কে’ আছে এমন খাবার দাঁত থেকে রক্ত পড়া বন্ধে সাহায্য করে। তাই ‘সি’ ও ‘কে’ সমৃদ্ধ খাবার খাওয়াতে মনোযোগ দিন। নরম ব্রাশ আর ফ্লুরাইড যুক্ত টুথপেষ্ট ব্যাবহার করুন।তারপরও ভালো না হলে একজন ডেন্টিস্ট এন পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Masumakonda

Call

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে আপনি মেনে নিতে পারেন অনেক পন্থা, লবঙ্গঃ খুবই সহজলভ্য এবং প্রয়ায় সবার বাসাতেই থেকে লবঙ্গ। মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে লবঙ্গ অনেক উপকারী। লবঙ্গের অ্যান্টি ইনফ্লেমেটরি মাড়ি থেকে খুব দ্রুত রক্ত পড়া বন্ধ করে, দাঁতের ব্যাকটেরিয়া দূর করতে কার্যকরী। মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে দুইটি লবঙ্গ নিয়ে চুষতে থাকুন। প্রতিদিন এই অভ্যাস রপ্ত করতে পারলে, মাড়ি থেকে দ্রুত রক্ত পড়া বন্ধ হবে। অ্যালোভেরাঃ নানান ওষুধী গুনসম্পন্ন অ্যালোভেরা, মাড়ির সুরক্ষার কাজটিও করে থাকে। অ্যালোভেরা পাতা নিয়ে এর ভেতরকার অ্যালোভেরা জেল বের করে মাড়িতে ঘষে নিন। এরপর অ্যালোভেরার জেলটি খানিকক্ষণ মুখে রেখে দিন। তারপর মুখ কুলি করে ধুয়ে ফেলুন। দেখবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। নিয়মিত ব্রাশের পাশাপাশি ফ্লস ব্যবহারঃ অনিয়মিত ব্রাশ করার কারনে অনেক সময় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া শুরু করে। তাই নিয়মিত ব্রশ করার অভ্যাস গড়ে তুলতে হবে। ব্রাশের পাশাপাশি ফ্লস করা অত্যন্ত জরুরী। কারণ ফ্লসের মাধ্যমে মাড়িতে লেগে থাকা খাদ্যকনা দূর হয় যা ব্রাশ করার পরও রয়ে যায়। তাই মাড়ি থেকে রক্ত পরার হাত থেকে বাঁচতে চাইলে ব্রাশের পাশাপাশি ফ্লস করুন। লবন পানির কুলকুচাঃ মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে এবং মাড়ির সুরক্ষায় ঘ্রয়া সহজ একটি উপায় হল, লবন পানি দিয়ে কুলকুচা করা। ১ মগ কুসুম গরম পানিতে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়ে দিনে ৩ বার কুলকুচা করুন। মাড়ির রক্ত পড়া সমস্যা থেকে রেহাই পাবেন। এই পদ্ধতি যে শুধু মাড়ি থেকে রক্ত পড়া শুরু করলেই করতে হবে না নয়। মাঝে মাঝেই এসকল পথা অবলম্বন করা উচিত। কারন এতে করে আপনার মাড়ি থাকবে সুরক্ষিত আর হবে মজবুত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
BidhanDey

Call

শুধু দাঁত ব্রাস করলে সমস্যার সমাধান হবেনা, আপনার দাঁতে ব্যাকটেরিয়া আক্রমন করেছে, যার কারনে মাড়ি ফুলে গেছে, মাড়িতে ক্ষত সৃষ্টিও হতে পারে, আপনি ফ্লুগাল ৫০ স্কয়ার কোম্পানি ৭ টি ট্যাবলেট প্রতিদিন ১ টা করে খাবেন। সাথে ইসোরাল ক্যাপসুল দৈনিক ১ টা করে খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে, মোট খাবেন ৭ টি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AkasSeikh

Call

Mediplus Toothpaste ব্যবহার করলে অনেকটাই উপকার পাবেন। এছাড়া ভালো হবে... দাতের ডাক্তারের সাথে যোগাযোগ করলে। রক্ত পরা বন্ধ হলে... পেয়েরা গাছের ডাল অথবা নীম গাছের ডাল দিয়ে মেসওয়াক বানিয়ে ব্যবহার করলে। আশাকরি উপকার পাবেন। আশা করি উওর পেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Masumakonda

Call

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে আপনি মেনে নিতে পারেন অনেক পন্থা, লবঙ্গঃ খুবই সহজলভ্য এবং প্রয়ায় সবার বাসাতেই থেকে লবঙ্গ। মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে লবঙ্গ অনেক উপকারী। লবঙ্গের অ্যান্টি ইনফ্লেমেটরি মাড়ি থেকে খুব দ্রুত রক্ত পড়া বন্ধ করে, দাঁতের ব্যাকটেরিয়া দূর করতে কার্যকরী। মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে দুইটি লবঙ্গ নিয়ে চুষতে থাকুন। প্রতিদিন এই অভ্যাস রপ্ত করতে পারলে, মাড়ি থেকে দ্রুত রক্ত পড়া বন্ধ হবে। অ্যালোভেরাঃ নানান ওষুধী গুনসম্পন্ন অ্যালোভেরা, মাড়ির সুরক্ষার কাজটিও করে থাকে। অ্যালোভেরা পাতা নিয়ে এর ভেতরকার অ্যালোভেরা জেল বের করে মাড়িতে ঘষে নিন। এরপর অ্যালোভেরার জেলটি খানিকক্ষণ মুখে রেখে দিন। তারপর মুখ কুলি করে ধুয়ে ফেলুন। দেখবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। নিয়মিত ব্রাশের পাশাপাশি ফ্লস ব্যবহারঃ অনিয়মিত ব্রাশ করার কারনে অনেক সময় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া শুরু করে। তাই নিয়মিত ব্রশ করার অভ্যাস গড়ে তুলতে হবে। ব্রাশের পাশাপাশি ফ্লস করা অত্যন্ত জরুরী। কারণ ফ্লসের মাধ্যমে মাড়িতে লেগে থাকা খাদ্যকনা দূর হয় যা ব্রাশ করার পরও রয়ে যায়। তাই মাড়ি থেকে রক্ত পরার হাত থেকে বাঁচতে চাইলে ব্রাশের পাশাপাশি ফ্লস করুন। লবন পানির কুলকুচাঃ মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে এবং মাড়ির সুরক্ষায় ঘ্রয়া সহজ একটি উপায় হল, লবন পানি দিয়ে কুলকুচা করা। ১ মগ কুসুম গরম পানিতে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়ে দিনে ৩ বার কুলকুচা করুন। মাড়ির রক্ত পড়া সমস্যা থেকে রেহাই পাবেন। এই পদ্ধতি যে শুধু মাড়ি থেকে রক্ত পড়া শুরু করলেই করতে হবে না নয়। মাঝে মাঝেই এসকল পথা অবলম্বন করা উচিত। কারন এতে করে আপনার মাড়ি থাকবে সুরক্ষিত আর হবে মজবুত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দাতের যত্নে সবচেয়ে কার্যকরী হবে মেসওয়াক করা। এতে দাতের রক্ত পড়া রোধ হবে এবং মাড়িও শক্ত হবে। তাই, নিয়মিত মেসওয়াক করার অভ্যাস গড়ে তুলুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি বেশি করে ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খাবেন, গরম পানি দিয়ে নিয়মিত কুলি করবেন, এবং লবঙ্গ খাবেন, আশাকরি ভালো হয়ে যাবে । যদি না হয় তাহলে একটি ভালো ডেন্টাল কেয়ারে যোগাযোগ করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভিটামিন সি জাতীয় খাবার খান এবং স্যানসোডাইন টুথপেস্ট ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভিটামিন ‘সি’ আর ‘কে’ আছে এমন খাবার দাঁত থেকে রক্ত পড়া বন্ধে সাহায্য করে। তাই ‘সি’ ও ‘কে’ সমৃদ্ধ খাবার খাওয়াতে মনোযোগ দিন। নরম ব্রাশ আর ফ্লুরাইড যুক্ত টুথপেষ্ট ব্যাবহার করুন।তারপরও ভালো না হলে একজন ডেন্টিস্ট এন পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ