Call

সব নামাজেই সব'নিন্ম ৩ আয়াত পড়তে হবে। প্রথম রাকাতের থেকে ২য় রাকাতের সুরা বা আয়াত বড় হতে হবে। আপনার উল্লেখিত প্রশ্নে সুরা আন নাছ পড়ার পর সুরা আল ফালাক পড়া যাবে না। প্রথমে সুরা আল ফালাক পড়তে হবে তারপর সুরা আন নাছ পড়তে হবে এটাই নিয়ম। বিদ্রঃ ভুলবসত নামাজের মধ্যো সুরা বড় ছোট তেলোয়াত করলে নামজ হয়ে যাবে, তার জন্য ছোহ সেজদা করতে হবে না, তবে সুরার সাথে সুরা মেলাতে হবে (আগে ছোট পরে বড়) এই মাসআলা কিতাবে রয়েছে। এব্যাপারে ফেকাহ কেতাবের নামাজ অধ্যায়ে দেখুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি কেহ এমন কাজ মনের ভুলে, বে-খেয়ালে করে ফেলে, তাহলে কোন প্রোবলেম হবে না৷ নামাজ আবার পড়া লাগবে না৷ কিন্তু আগামী তে খেয়াল রাখতে হবে, যেন আর না হয়৷ #হেদায়া

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না।এতে কোনো সমস্যা হবে না।আরো বিস্তারিত জানতে চাইলে।আপনার নিকটতম একজন ভালো জ্ঞানসম্পন্ন আলেম কে জানাতে পারেন।ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ