আপনি যে কাজটা করেন সেটা নামাজের প্রতি আপনার মনযোগের অভাব। যদি 3য় রাকাতে ভুলবসত সুরা ফতিহার সাথে অন্য সুরা পড়েন তাহলে সুরাটা শেষ করার পরই রুকুতে যাবেন এতে কোন সমস্যা নেই কিন্তু একই কাজ বার বার করা যাবে না। কখনই সুরার শেষ না করে মধ্যেই সুরা পড়া বন্ধ করবেন না এতে সুরার অর্থ বিকৃত হবার সম্ভাবনা থাকে যেটা গুনাহের কাজ। নামাজের সময় যথেষ্ট সচেতন থাকবেন আর মনযোগী হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
আপনি প্রশ্নটিতে কি ভুলে ৩য় রাকাতের পরিবর্তে ২য় রাকয়াতের কথা উল্লেখ করেছেন কিনা?? ভেবে দেখবেন। 
কারণ ২য় রাকয়াতে সুরা ফাতিহার পরেতো অন্য সূরাহ মিলানো এমনিতেই ফরয। সুতরাং ভুল কিসের?? 
আর হ্যাঁ ৩ বা ৪ রাকয়াত বিশিষ্ট শুধু মাত্র ফরয নামায হলে৩য় রাকয়াতে সূরাহ ফাতিহার শেষে অন্য সূরাহ মিলাতে হবেনা।  কিন্তু আপনি ভুল বসতঃ পড়লে দোষনীয় নয়। আয়াত শেষ করে রুকুতে যাবেন। শেষ না করে নয়। 
আশা করি বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ