আল্লাহ সুবহানাহু তা'য়ালা বলেন: ধীরে ধীরে সহীহ-শুদ্ধভাবে কোরআন পাঠ কর। সূরা মুযাম্মিল- ৪। আপনি কোরআনের আয়াত নামাজের মধ্যে পড়েন বা যেখানেই পড়েন সহী-শুদ্ধভাবে ধীরে ধীরে পড়ার হুকুম দিয়েছেন আল্লাহু। তাড়াতাড়ি পরলে আয়াত অমান্য করা হবে। একাগ্রচিত্তে নামাজ না পড়লে সেই নামাজ কবুল হবে না তাই আপনি যখনি নামাজের মধ্যে কোরআন পাঠ করবেন তখন প্রত্যেকটি অক্ষর/আয়াতে মনোযোগ দিন।আপনি কি উচ্চারন করেন তা যদি আপনিই না বুঝতে পারেন তাহলে নামাজ হয় কিভাবে। তাই সহী শুদ্ধভাবে সূরা পড়া শিখে নিন। কারন নবিজী (স) বলেছেন: "সবচেয়ে বড় চোর হলো সেই ব্যক্তি যে নামাজ চুরি করে।" - (আহমদ) বাংলায় আরবী মুখস্থ করেন বা যাই করেন সহীশুদ্ধ না হলে তা বাতিল যোগ্য হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ