প্রশ্নটি পড়ে যা মনে হল, আপনার সমস্যাটি কয়েকদিন আগের কোন মশা বা পোকা এত সময় সেখানে থাকতে পারবে না, এটা আপনার অন্য কোন সমস্যা হতে পারে যেমন, ভেস্টিবুলো-ককলিয়ার নার্ভ ইনজুরি, টিমপেনিক মেমব্রেন রাপচার ইত্যাদি হত পারে। কানে কখনও বাজারে যে কটন বাড পাওয়া যায় সেটা দেওয়া উচিৎ নয়,কারন সেটা স্টেরাইল নয় তাই সেটার কারনে কানে প্রদাহ হতে পারে।ভাল করতে গিয়ে উল্টো আরো ইনফেকশন তৈরি হয়ে যাবে। আপনি ফার্মেসি থেকে সার্জিক্যাল তুলা কিনে নিয়ে সেটা একটা কাঠিতে পেঁচিয়ে হালকা করে পরিষ্কার করতে পারেন,এতে সমাধান না হলে নাক-কান-গলা ডাক্তারের সাথে পরামর্শ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ