শেয়ার করুন বন্ধুর সাথে

অাল্লাহ তা 'অালা বলেন ﻗﻞ ﺇﻧّﻤﺎ ﺃﻧﺎ ﺑﺸﺮ ﻣّﺜﻠﻜﻢ ﻳﻮﺣﻰ ﺇﻟﻰ ﺃﻧّﻤﺎ ﺍﻟﻬﻜﻢ ﺍﻟﻪ ﻭﺍﺣﺪ ،، (হে মুহাম্মদ সাঃঅাপনি) বলুন অামি তো তোমাদের মতই একজন ( ﺑﺸﺮ ) মানুষ,অামার প্রতি ওহী প্রেরিত হয় যে তোমাদের মাবুদ (এবং অামার মাবুদ) তো একই মাবুদ । {সূরা কাহ্ফ- ১১০} একই অায়াত সূরা হা-মীম সেজদাহ:6 ﻗﻞ ﺇﻧّﻤﺎ ﺃﻧﺎ ﺑﺸﺮ ﻣّﺜﻠﻜﻢ ﻳﻮﺣﻰ ﺇﻟﻰ ﺃﻧّﻤﺎ ﺍﻟﻬﻜﻢ ﺍﻟﻪ ﻭﺍﺣﺪ ،، হে নবী অাপনি বলুনঃঅামি তো তোমাদের মতই একজন ( ﺑﺸﺮ ) মানুষ অামার প্রতি ওহী প্রেরিত হয় যে তোমাদের মাবুদ (এবং অামার মাবুদ) তো একই মাবুদ। রাসুল (সাঃ) অারো বলেনঃ ﺍﻧّﻤﺎﺃﻧﺎ ﺑﺸﺮ ﻣﺜﻠﻜﻢ ﺃﻧﺴﻰ ﻛﻤﺎ ﺗﻨﺴﻮﻥ ﻓﺈﺫﺍ ﻧﺴﻴﺖ ﻓﺬﻛّﺮﻭﻧﻲ ،، অর্থাৎ অামি তোমাদের মতই একজন ﺑﺸﺮ মানুষ। তোমরা যেমন ভূলে যাও অামিও তেমনি ভূলে যাই।অামি ভূল করলে তোমরা অামাকে স্বরন করিয়ে দিও। {সহীহ বুখাারী, অধ্যায়ঃকিতাবুস সালাহ} উপরুক্ত দুটি অায়াত এবং হাদীসথেকে অামরা জানতে পাড়লাম মুহাম্মদ (সাঃ) কে অাল্লাহ তাঅালা ﺑﺸﺮ বলেছেন। এখন দেখবো ﺑﺸﺮ কে অাল্লাহ তাঅালা কি দিয়ে তৈরী করছেন। অাল্লাহ পাক বলেনঃ ﻭﺍﺫﻗﺎﻝ ﺭﺑّﻚ ﻟﻠﻤﻼﺋﻜﺔ ﺇﻧّﻰ ﺧﺎﻟﻖ ﺑﺸﺮﺍ ﻣﻦ ﻃﻴﻦ ،، স্বরন করুন যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বলছিলেন, আমি মাটি দিয়ে( ﺑﺸﺮ ) মানুষ সৃষ্টি করব। {সূরা ছোয়াদ:৭১} সুতরাং কাহফের অায়াতটি দ্বারা প্রমানিত হয় যে,মুহাম্মদ (সাঃ) একজন ﺑﺸﺮ মানুষ।অার অত্র সূরা ছোয়াদ এর অায়াত দ্বারা প্রমানিত হয় যে, ﺑﺸﺮ মানুষকে তিনি মাটি দ্বারা তৈরী করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ