আপনি একটি গুরুত্বপূর্ন প্রশ্ন করেছেন..যেহেতু আপনার বাসায় কারেন্টের ভোল্টেজ কম সে ক্ষেত্রে আপনি নতুন একটি আর্থ রড কিনে এনে বসান.মনে রাখবেন যে রডটি যেন নরমালি 6 ফুট মাটির নিচে থাকে........আর আপনি কি কেবলচ দিয়ে সংযোগ আনছেন প্লিজ জানাবেন..........

Talk Doctor Online in Bissoy App

ভোলটেজ অনুযাএ তামার তার বেবহার করুন |আরথিং এর লাইন ভালোভাবে লাগান আর বাসা এ একটা আরথিং করেন এবং তাতে অলপো পানি দিএ ভিজিএ রাখুন |

Talk Doctor Online in Bissoy App
Ahmedkae

Call

আপনার লাইনের মাথায় কার্বন জমা হয়েছে। হাফ কিমি দুরের যে খোটা/স্থান থেকে লাইন লাগিয়ে কারেন্ট এনেছেন ঐ খোটা/স্থান থেকে লাইন খোলে সামান্য একটু সরিয়ে আবার লাগান সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে এই কাজটি এক জন ইলেক্ট্রিশিয়ান দিয়ে করান।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনারা তো সরকারি ভাবে বিদ্যুৎ নেন নি মনে হচ্ছে। সরকারি ভাবে কারেন্ট নিলে নির্দিষ্ট কয়েকটা বাড়ির জন্য নির্দিষ্ট ট্রান্সফরমার দেওয়া হয়। এর বেশী বাড়িতে দিলে ভোল্টেজ ভাগ হয়ে যায় তাই ভোল্টেজ কম হয়। সমস্যা সমাধানে স্টেপআপ ট্রন্সফরমার ব্যবহার করতে হবে। এছাড়া তারের সমস্যা হতে পারে
 মেইন লাইন তো ভাল মানের তার ব্যবহির করুন। বিদ্যুৎ অফিসের লোকদের সাথে যোগাযোগ করুন।

বৈধ পন্থায় বিদ্যুত নেই,
                                বিদ্যুত অপচয় কম করি।
লোড শেডিং কমিয়ে ,
                           সুন্দর দেশ গড়ার প্রত্যয় করি।

Talk Doctor Online in Bissoy App