১রুকাইয়া বিনতে মুহাম্মদ- ওসমান বিন আফফান (রা.) ২. উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ (সা.) মহানবী (সা.) এর তৃতীয় মেয়ে। নবুয়তের ছয় বছর পূর্বে জন্ম। বোন রুকাইয়া (রা.) এর ইন্তেকালের পর শোকবিহ্বল মুহূর্তে রাসূল (রা.) তাকে ওসমান (রা.) এর সঙ্গে বিয়ে দেন। নবী (সা.) এর দুই মেয়ের স্বামী হওয়ার সৌভাগ্যের কারণেই ওসমান (রা.) কে জুন্নুরাইন তথা দুই নূরের অধিকারী উপাধিতে ভূষিত করা হয়। ৩. ফাতেমা বিনতে মুহাম্মদ (সা.) রাসূল (সা.) এর সর্বকনিষ্ঠ মেয়ে। তার জন্ম নবুয়তের পাঁচ বছর আগে। মদিনায় হিজরতের দুই বছর পর আলী বিন আবি তালেব (রা.) এর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। দুইজন নবী ছিলেন তিন কন্যার স্বামী ওসমান (রা.) এবং আলী (র.)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ