শেয়ার করুন বন্ধুর সাথে

Call

হাদীস বর্ণনাকারী সমস্ত সাহাবীকে মোট পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা চলেঃ ১। যাঁদের বর্ণিত হাদীসের সংখ্যা হাজার কিংবা হাজারের অধিক। ২। যাঁদের বর্ণিত হাদীস পাঁচশত কিংবা পাঁচশতের অধিক, কিন্তু হাজার হইতে কম। ৩। যাঁদের বর্ণিত হাদীস একশত কিংবা একশতের অধিক, কিন্তু পাঁচশতের কম। ৪। যাঁদের বর্ণিত হাদীসের সংখ্যা চল্লিশ কিংবা চল্লিশের বেশী কিন্তু একশতের কম। ৫। যাঁদের বর্ণিত হাদীসের সংখ্যা চল্লিশ কিংবা চল্লিশের কম। পঞ্চম ভাগের সাহাবীদের সংখ্যা পঞ্চান্ন। তাঁদের প্রত্যেকের নিকট হতে চল্লিশ কিংবা চল্লিশ হতেও কম সংখ্যক হাদীস বর্ণিত হয়েছে। এখানে এই পর্যায়ের অপেক্ষাকৃত বেশী হাদীস বর্ণনাকারী ৪০ জনের নাম উল্লেখ করা হল: ১. হযরত জুবাইর ইবনে আওয়াম ২. হযর ফাতিমা বিনতে কায়স ৩. হযতর খাব্বাব ইবনুল ইবত ৪. হযরত আয়াজ ইবনে হাম্মাদ তামীমী ৫. হযরত মালিক ইবনে রবীয়া সয়েদ ৬. হযরত আবদুল্লাহ ইবনে সালাম ৭. হযরত উম্মে কায়স বিনতে মহয ৮. হযরত ফজল ইবনে আব্বাস ৯. হযরত আমের ইবনে রবীয়া ১০. হযরত রবী বিনতে ময়ূদ ১১. হযরত উসাইদ ইবনে হুযাইর আশহালী ১২. হযরত খালিদ ইবনে অলীদ ১৩. হযরত উমর ইবন হারীস ১৪. হযরত খাওলা বিনতে হাকীম ১৫. হযরত সাবিত ইবনে জহাক ১৬. হযরত ওরওয়াহ ইবনে আবী জায়দুল আসাদী ১৭. হযরত মুয়াবিয়া ইবনে হাকীম সালামী ১৮. হযরত ইয়ামরা বিনতে সফওয়ান ১৯. হযরত ওরওয়াহ ইবনে মজরাস ২০. হযরত মজমা ইবনে ইয়াজীদ ২১. হযরত সালম ইবনে কায়স ২২. হযরত কাতাদা ইবনে লুকমান ২৩. হযরত কুবাইসা ইবনে মুখরিক আমেরী ২৪. হযরত আসেম ইবনে আদী ২৫. হযরত সালমা ইবনে নয়ীম আশজায়ী ২৬. হযরম মালিক ইবনে স’সায়া ২৭. হযতর মহজন ইবনে আদরা ২৮. হযরত সায়েব ইবনে ফালাহ ২৯. হযরত খাফাফ গিফারী ৩০. হযতর যু’ফজর হাবশী ৩১. হযরত মালিক ইবনে হুবাইর ৩২. হযরত যায়দ ইবনে হারিস ৩৩. হযরত সাবিত ইবনে আদীয়া ৩৪. হযরত কায়াব ইবনে আয়াজ আশ’আরী ৩৫. হযরত কুলসুম ইবনে হুসাইন গিফারী ৩৬. হযরত দাহইয়া কলবী ৩৭. হযরত জুদানা বিনতে ওহাব ৩৮. হযরত মালিক ইবনে ইয়াসার ৩৯. হযরত আবদুল্লাহ ইবনে জামরা এবং ৪০. হযরত কুলসুম ইবনে আলকামাহ (রা) অবশিষ্ট ১৫ জন অল্পবয়স্ক সাহাবী। তাঁদের বর্ণিত হাদীসের সংখ্যা খুবই অল্প ও অনুল্লেখযোগ্য। তথ্যসূত্র: http://www.icsbook.info/1935/shibir/27

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ