MituShaleh

Call

দেখো তোমার জীবনের অনেক সময় বাকি আছে। এখন আজেবাজে চিন্তা বাদ দেওয়াই উত্তম। তুমি মাত্র ১০ এ পড় তোমার তেমন এবেলিটি ও নেই একটা মেয়েকে চালানোর।ইনফেক্ট তুমি নিজেই তোমার পরিবারের উপর ডিপেন্ডেট। এখন তোমার কোনো একটা ভুল ডিসিশন ২জনের জীবনটাকেই নষ্ট করে দিতে পারে।তোমার যোগ্য হতে কম হলেও আরো ৬-৭ বছর লাগবে অতদিন মেয়েটারও তার পরিবারকে সামলানো পসিবল না।আজ সরে আসতে কিছুটা কষ্ট হলেও ভবিষ্যৎ এর জন্য এটাই মঙ্গল জনক। যদি পসিবল হয়তো তোমার পরিবারকে তার পরিবারের সাথে কথা বলতে বলো।এটাও যদি না হয় পড়ালেখায় মনোযোগ দাও সামনেই ssc তার জন্য পিপারেশন নাও ভালো করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
NahidAkib

Call

যদি possible হয় তাহলে তোমার পরিবারকে তার পরিবারের সাথে কথা বলতে বলো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

এইরকম কন্ডিশন আমার ফ্রেন্ডেরও হয়েছিলো এবং একপর্যায়ে তার প্রেমিকার বিয়েও হয়ে যায়। সাধারণত এরকম পরিস্থিতিতে দুইটা জিনিস আবশ্যক: ১। মেয়ের সাহস, ২। দুজনের আত্মবিশ্বাস। বিয়ে করবো এই কথা বলার সময় এখনো আপনাদের হয়নি, আর পালিয়ে যাওয়াও সম্ভব নয়। আপনার প্রেমিকাকে বলুন কষ্ট করে হলেও সব বাধা অতিক্রম করতে, পরিবারকে সুইসাইডের মিথ্যা ভয় দেখাতে (বাস্তবত এরকম কোনো সিদ্ধান্ত ভুলেও নিবেননা) আর যদি সম্ভব হয় তাহলে চাকুরীতে জড়িয়ে পড়ুন, দুইবছর পর হয়তো আপনার ওকে নিয়ে চলার মত সামর্থ্য হয়ে যাবে। অবশ্য তাও যদি দুই বছর সময়টা খুব বেশি মনে না হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বিষয় টা একটু জটিল সহপাঠীর প্রেম আসলে পরিবার খুব কম সংখক ই মেনে নেন। প্রথমে আপনাকে তার বাবা মা কে বুঝাতে হবে এখানে আপনাদের দোজনের জীবন জড়িয়ে আছে। তারপরে যতটুকু সম্ভব আপনে প্রতিস্থিত হন দেখবেন সব ঠিক হয়ে গেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
NiamotUllah

Call

বড় আলেমের সাথে যোগাযোগ করুন সে যদি বলে মেয়েদের সাথে কথা বলা যায়েজ তাহলে প্রেম করবেন নয়ত বাদ দিবেন। আর একটা মেয়ে ক্লাস এইটে পড়ে আর চার বছর পর তাকে অবশ্যই বিয়ে দিবে আগেও দিতে পারে। সুতরাং আবেগ দিয়ে না দেখে বিবেক দিয়ে ভাবুন।  আর এত গভির প্রেম হলে লেখাপড়া শ্মশানে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

আমিও দশম শ্রেণির ছাত্র। আপনার ব্যাপারে কিছু বলা ঠিক হবে কি না বুজছি না। আপনার সমস্যাটি খুবই গুরুতর। তবে এর সমাধান অবশ্যই আছে। আল্লাহ সে ব্যবস্থা করেছেন।

ধৈর্য ধরুন। মহান আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহকে বলুন, আল্লাহ আমাকে ধৈর্যশক্তি দান করুন। আমাকে উপযুক্ত জীবনসাথী দান করুন যে তোমাকে সবসময় ভয় করবে। আপনার প্রিয় মানুষটিকেও বলুন ধৈর্যশীল হতে, আল্লাহর কাছে চাইতে। আল্লাহর উপর ভরসা রাখুন। বেশি বেশি পড়ুন, "হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল। নি'মাল মাউলা ওয়া নি'মান নাসীর।" আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমীন

আশা করি উত্তরটি পেয়েছেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ