Call

ইসলামী জীবন-বিধান অনুযায়ি যেহুতু জানতে চাইছেন তাই এখানে কারও ব্যক্তিগত মতামত খাটবে না। আপনার জন্য আমি কিছু রেফারেন্স নিচে দিচ্ছি যেগুলো বিভিন্ন ইসলামিক স্কলাদের বিভিন্ন লেখা থেকে সংগৃহিতঃ ১.... আর যারা বিশ্বাসী তাঁর আল্লহকে অন্য সবকিছুর চেয়ে বেশি ভালবাসে। (আল-বাকারা-১৬৫) ২... তোমরা যদি আল্লহ কে ভালবাস তাহলে আমার (রাসুল সঃ এর) অনুসরণ কর তাহলে আল্লহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের গুনাহ সমূহ ক্ষমা করবেন। বস্তুত আল্লহ আল্লহ অতি ক্ষমাশীল পরম দয়ালু (আল-ইমরান-৩১) এভাবে দেখবেন সবচেয়ে বেশি ভালবাসতে হবে আল্লহকে, মানুষের মাঝে প্রথম রাসুল (সঃ) কে তারপর দেখবেন বাবা-মা, পরিবার আত্মীয় স্বজন সমাজ পুরা মানব গোষ্ঠি। কিন্তু আপনি যে ভালবাসার কথা বলছেন এটা স্বীকৃত না। কারন ইসলামে পর্দা ছেলে মেয়ে উভয়ের জন্য ফরজ। দেখুন সূরা নূর ২৭,৩০,৫৯ নং আয়াত গুলো যেখানে কঠিন ভাষায় ছেলে এবং মেয়েকে দৃষ্টি অবনমিত এবং লজ্জা স্থানের হেফাজত করার কথা বলা হয়েছে। কথিত প্রেম ভালবাসায় পর্দার চরম লঙ্ঘণ হয় এবং এটা ক্রমেই যিনার দিকে ধাবিত করে। আর যিনা ঘৃণিত নিকৃষ্টতম অপরাধ। আবার যিনার সজ্ঞা দেখুন, দেখবেন চোখ,মুখ,কান,হাত,পা ও মনের যিনা আছে। আপনি প্রেম করে যতই সৎ থাকুন না কেন মনের যিনা হবেই। দেখুন সূরা বনী ঈসরাইল ৩৭ নং আয়াত, " যিনার ধারের কাছেও যেও না। নিশ্চয় তা বেহায়াপনা ও বড়ই মন্দ পথ।" আসলে বিসমিল্লাহ বলে মদ খেলে যেমন তা হালাল হয় না তেমনি কথিত প্রেমের কোন বৈধতা বা হালাল প্রেম বলে কিছু নেই। আল্লহ সবাইকে হেফাজত করুন [বিভিন্ন ইসলামিক স্কলাদের লেখা থকে সঙ্কলিত]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ