Unknown

Call
আপনার ভালো লাগা সম্পর্কে কোনো মন্তব্য করছিনা।
নিজ ধর্মের সঠিকতা যাচাই এর জন্য অন্য ধর্মের সাথে তা তুলনা করা যেতে পারে, আর এজন্য উক্ত ধর্ম সম্পর্কে সম্মক ধারণা থাকা চাই।

আপনি ইচ্ছা করলে বাইবেল (বিশেষ করে ওল্ড টেস্টামেন্ট) বা নেট ঘেঁটে খ্রিষ্টান ধর্ম সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারেন, অতঃপর তা নিজ ধর্মের সাথে তুলনা করে দেখুন আপনার পছন্দটা ঠিক না বেঠিক।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এর জন্য আপনাকে খ্রিস্টান ধর্মজাজক এর সাথে কথা বলতে হবে।তাছাড়া আপনি বাজারে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বিভিন্ন বই আছে সেগুলো নিতে পারে। তাহলে অনেক কিছু জানতে পারবেন।অনুগ্রহ করে বলছি যে ধর্মে আছেন সেটাই পালন করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ahmedkae

Call

আল্লাহ তায়ালার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্চে ইসলাম। এছাড়া অন্য যত সব ধর্ম আছে সবগুলু বাতিল। আল্লাহ তায়ালা বলেন- যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহন করবে, তা গ্রহনযোগ্য হবেনা এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

'বাইবেল কোরআন ও বিজ্ঞান' বইটি অবশ্যই পড়বেন। এতে দুই ধর্মেরই কথা বলা হয়েছে। আশা করি উপকৃত হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
সূরা আল বাকারা (البقرة), আয়াত: ৬২

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلنَّصَٰرَىٰ وَٱلصَّٰبِـِٔينَ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَعَمِلَ صَٰلِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

উচ্চারণঃ ইন্নাল্লাযীনা আ-মানূওয়াল্লাযীনা হা-দূওয়ান্নাসা-রা- ওয়াসসা-বিঈনা মান আ-মানা বিল্লা-হি ওয়াল ইয়াওমিল আ-খিরি ওয়া‘আমিলা সা-লিহান ফালাহুম আজরুহুম ‘ইনদা রাব্বিহিম ওয়ালা- খাওফুন ‘আলাইহিম ওয়ালা-হুম ইয়াহঝানূন।

অর্থঃ নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদী, নাসারা ও সাবেঈন, (তাদের মধ্য থেকে) যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে। আর তাদের কোনই ভয়-ভীতি নেই, তারা দুঃখিতও হবে না।

Playstore Link: 
https://play.google.com/store/apps/details?id=com.muslim.quran_bangla
সূরা আল ইমরান (آل عمران), আয়াত: ৬৭

مَا كَانَ إِبْرَٰهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَٰكِن كَانَ حَنِيفًا مُّسْلِمًا وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ

উচ্চারণঃ মা-কানা ইবরা-হীমুইয়াহূদিইইয়াওঁ ওয়ালা-নাসরা-নিয়ইইয়াওঁ ওয়ালা-কিন কা-না হানীফাম মুছলিমাওঁ ওয়ামা-কা-না মিনাল মুশরিকীন।

অর্থঃ ইব্রাহীম ইহুদী ছিলেন না এবং নাসারাও ছিলেন না, কিক্তু তিনি ছিলেন ‘হানীফ’ অর্থাৎ, সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ এবং আত্নসমর্পণকারী, এবং তিনি মুশরিক ছিলেন না।

Playstore Link: 
https://play.google.com/store/apps/details?id=com.muslim.quran_bangla
সূরা আত-তাওবাহ্‌ (التوبة), আয়াত: ৩০

وَقَالَتِ ٱلْيَهُودُ عُزَيْرٌ ٱبْنُ ٱللَّهِ وَقَالَتِ ٱلنَّصَٰرَى ٱلْمَسِيحُ ٱبْنُ ٱللَّهِ ذَٰلِكَ قَوْلُهُم بِأَفْوَٰهِهِمْ يُضَٰهِـُٔونَ قَوْلَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَبْلُ قَٰتَلَهُمُ ٱللَّهُ أَنَّىٰ يُؤْفَكُونَ

উচ্চারণঃ ওয়া কা-লাতিল ইয়াহূদু‘ঊঝাইরুনিবনুল্লা-হি ওয়াকা-লাতিন নাসা-রাল মাছীহুবনুল্লা-হি যা-লিকা কাওলুহুম বিআফওয়া-হিহিম ইউদা-হিঊনা কাওলাল্লাযীনা কাফারূ মিন কাবলু কা-তালাহুমুল্লা-হু; আন্না-ইউ’ফাকূন।

অর্থঃ ইহুদীরা বলে ওযাইর আল্লাহর পুত্র এবং নাসারারা বলে ‘মসীহ আল্লাহর পুত্র’। এ হচ্ছে তাদের মুখের কথা। এরা পূর্ববর্তী কাফেরদের মত কথা বলে। আল্লাহ এদের ধ্বংস করুন, এরা কোন উল্টা পথে চলে যাচ্ছে।

Playstore Link: 
https://play.google.com/store/apps/details?id=com.muslim.quran_bangla

সূরা আল বাকারা (البقرة), আয়াত: ৭৫

أَفَتَطْمَعُونَ أَن يُؤْمِنُوا۟ لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ

উচ্চারণঃ আফাতাতমা‘ঊনা আইঁ ইউ’মিনূ লাকুম ওয়া কাদ কা-না ফারীকুম মিনহুম ইয়াছমা‘ঊনা কালা-মাল্লা-হি ছুম্মা ইউহাররিফূনাহু মিম বা‘দি মা- ‘আকালূহু ওয়া হুম ইয়া‘লামূন।

অর্থঃ হে মুসলমানগণ, তোমরা কি আশা কর যে, তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল ছিল, যারা আল্লাহর বাণী শ্রবণ করত; অতঃপর বুঝে-শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল।

Playstore Link: 
https://play.google.com/store/apps/details?id=com.muslim.quran_bangla
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দ্রুত আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার খিস্টান ধর্ম ভালো লাগতে পারে, এটা আপনার ব্যাপার। আপনি জানতে পারেন তাতে কোন সমস্যা নেই। যেন এই খ্রিস্টান ধর্মের প্রতি আসক্ত না হন। মুসলিমের প্রতি আসক্ত থেকে আপনি যেকোন ধর্ম সম্পর্কে জানতে পারেন। খ্রিস্টানও ভালো লাগতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি আগে আপনার ধম সম্পকে ধারনা করোন সূরা কেরাত গুলো মোখস্ত করোন তার পর ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি নিজেই ইশ্বরের কাছে পাপের ক্ষমা প্রার্থনা করতে পারেন। এটি আপনানে মন থেকে বলতে হবে: ১. প্রভু যিশু আমি তোমাকে চাই। আমার পাপের জন্য তুমি প্রান দিয়েছো।  ২. আমার হৃদয় দুয়ার খুলে তোমাকে আমার মুক্তিদাতা বলে গ্রহন করছি। ৩. আমার জিবনের ভার তুমি নেও যেমন চাও তেমনি করে আমায় গড়ে তোলো। ।।আমেন।। এইকথা আপনি মন থেকে বললে, বিশ্বাস করুন যিশু আপনার জীবনে এসেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
GKBuilders

Call

এটা স্বাভাবিক ভাল লাগতেই পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ