Call

আপনি তাকে ভূলে যাওয়ার জন্য আরও ভাল মেয়ের সাথে তুলনা করবেন সব সময় ভাববেন তার থেকে আরও অনেক ভাল মেয়ে পাবেন। নামাজ পড়বেন ধর্মের প্রতি মনোযোগী হবেন, আপনার ইচ্ছা শক্তিই পারবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি আপনার নিজের কাজে সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করুন।দেখবেন সময়ের সাথে সাথে ওকে ঠিকই ভুলে গেছেন।

Talk Doctor Online in Bissoy App
ShiponChy

Call

আপনি যতটা পারেন, প্রিয় মানুষ/বন্ধু দের সাথে সময় কাটান। একা একদমই থাকবেন না। কেননা, একা থাকলে মাথায় এমনিতেই চিন্তা চলে আসবে। তাই যতটা পারেন একাকীত্ত পরিহার করে চলুন। কিংবা একা থাকলে, নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন। নিজের পছন্দের কিছু পড়ুন। এভাবে আস্তে আস্তে, স্বাভাবিক হতে পারবেন এবং এক সময় ওর কথা খুব একটা মনে পড়বেনা। আর পরলেও তেমন খারাপ অনুভুতি হবেনা।

Talk Doctor Online in Bissoy App
BidhanDey

Call

আপনি যেহেতু রিলেসন আর রাখতে চাচ্ছেন না, তবে আপনি ধীরে ধীরে তার সাথে কথা বলা বন্ধ করে দিন। আর নিজের কোন কাজকর্ম যদি থাকে, সেটিতে বেশি মনোযোগ দিয়ে দিন। আপনার বন্ধুদের সময় দিন, তাদের সাথে চলাফিরা করুন, দেখবেন আস্তে আস্তে ভূলে যাবেন সেই প্রেমের কথা।

Talk Doctor Online in Bissoy App