5h40n

Call

৩ টা উপায় আছে সময় বাঁচিয়ে তথ্য সংরক্ষণ করার। ১। আপনি ঐ পেজের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট নিতে Start > Search > Sniping tools লিখে সার্চ দিন sniping tools নামে একটা এপ পাবেন এইটা দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন। ২/ আপনি যেই পেজের তথ্য সংরক্ষণ করতে চান ঐ পেজটা পিডিএফ হিসাবে আপনার ল্যাপটপ এ রাখতে পারেন। পিডিএফ হিসাবে রাখতে পেজের URL টা কপি করে এই http://www.web2pdfconvert.com/ সাইটে ঢুকে ফাঁকা বক্সে URL টা পেস্ট করে কনভার্ট পিডিএফ এ ক্লিক করে পেজটা পিডিএফ এ রুপান্তরিত করতে পারেন। ৩/ আপনি যেই পেজের তথ্য সংরক্ষণ করতে চান আপনি চাইলে ঐ পেজটা ভিডিও করে মানে স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন মাত্র ৮ মেগা বাইটের oCam নামের একটা এপ দিয়ে। এপ ডাউনলোড করতে এই লিঙ্কেঃ http://www.mysearch.com/web?mgct=ds&o=APN11808&q=ocam.exe যান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যে ইনফর্মেশন গুল সেভ করতে চান তা যদি লেখা হয় তবে মাইক্রসফট ওয়ার্ড এ সেভ করে রাখ তে পারেন । আর যদি ছবি হয় তবে স্ক্রীন শর্ট নিয়ে রাখুন । ভিডিও হলে সংরক্ষণ করুন । আর যেগুলো খাতায়  লিখে নোট করতে চান সময় না থাকলে আপনার ছোট ভাই বা বনকে লিখতে দিতে পারেন । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ