হস্তমৈথুনের পর কীভাবে পবিত্রতা অর্জন করা যায়?গোসল করতে হবে? গোসলের প্রক্রিয়াটা বলুন?
শেয়ার করুন বন্ধুর সাথে

হস্তমৈথুনের পর ফরজ গোসল আবশ্যক।

গোসলের ফরজ

১. গড়গড়া  কুলি  করা ।

২. নাকে  পানি  দেয়া  ও

৩. এরপর  সারা  দেহে  পানি  ঢালা।

যে কাজগুলোর জন্যে গোসল করা ফরজ

১. কোন কারণে বীর্যপাত হলে ।

২. পুরুষাংগের মাথা স্ত্রীঅংগে প্রবেশ করালে ।

৩. মহিলাদের হায়েজ হলে ।

৪. মহিলাদের নেফাজ হলে ।

গোসলের সুন্নত

১) আল্লাহর সন্তুষ্টির জন্য গোসল করা ।

২) ক্রম বজায় রাখা ।

৩) প্রথমে ওজু করা ।

৪) দু হাতের কবজী পর্যন্ত ধোয়া।

৫) শরীর থেকে নাপাকী ঘষে দুর করা ।

৬) মেছওয়াক করা।

৭) সারা দেহে তিন বার পানি ঢালা।

গোসলের মুস্তাহাব সমূহ

১) উচু স্থানে বসে গোসল করা যাতে পনি গড়িয়ে যায় ও গায়ে ছিটা না লাগে।

২) পানির অপচয় না করা ।

৩) বসে গোসল করা ।

৪) লোক সমাগম স্থানে গোসল না করা ।

৫) পাক জায়গায় গোসল করা ।

৬) ডান থেকে শুরু করা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
usmanahmad

Call

গোসলের শুরুতে নাপাকি যদি গায়ে বা কাপড়ে লাগানো থাকে,

তাহলে প্রথমে তা পরিষ্কার করুন।কাপড়ে হলে বিসমিল্লাহ পড়ে

কাপড় ধৌত করে নিংড়ান।এভাবে তিনবার করুন। তবে প্রতিবার বিসমিল্লাহ বলুন

এবং নিংড়ান।অতঃপর ওজু করুন।

অতঃপর মিলন ভাইয়ের বর্ণিত ফরজ ইত্যাদি আদায় করুন।

তবে খেয়াল রাখুন যেন এক চুল পরিমাণ জায়গা শুকনা

না থাকে।তাই চুলের গোড়ায় পানি পৌঁছান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ