Call

ভিতর থেকে ধাক্কা দিলে,বলের কোন দিক থাকে না.. আর বাইরে থেকে দিলে বলের দিকে কাজ হয়.. তাই এটার সরণ ঘটে..

Unknown

Call

আপনি কোনো বস্তুর মধ্যে থেকে বলপ্রয়োগ করলে এর মধ্যে সৃষ্ট প্রতিক্রিয়া বলের আনুভূমিক ও লম্ব দুটি উপাংশই ভূমির সাপেক্ষে শূন্য হবে। কেননা এখানে ভূমির সাথে কোনো স্পর্শবল ক্রিয়ারত নেই।

লম্ব ও আনুভূমিক উপাংশ i ও j এর মান শূন্য হলে ভেক্টর যোজন থেকে এর লব্ধি বল R=Rcosα × 0 + Rsinα × 0 অর্থাৎ শূন্য হবে।

যেহেতু কোনো লব্ধি বল পাওয়া যাচ্ছেনা তাই উক্ত বস্তুর সরণ শূন্য।

যদি এক্ষেত্রে কোনো লব্ধি থাকতো তাহলে আমরা হাওয়ায় নিজেদের তুলে ধরতে পারতাম!!!!!