আমার আব্বুকে দেশের হাহির থেকে নোট 4 কিনে আনার জন্য,বলি আমি জানতাম না যে, নোট 5 বাহির হয়ে গেছে, কিন্তূ নোট 5 টি এতো ভালো লেগেছে, যা আমি আপনাদের বলে বুজাতে পারবো না, এখন আব্বু 4 কিনে ফেলেছেন, এখনও ইন্টেক, কোন ভাবে কি 4 দিয়ে আরো টাকা বাডিয়ে 5 নেওয়া যাবে, প্লিজ ভাইয়্যারা আন্স দিন
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যদি প্যাকেট এখনো ইন্টেক থাকে তাহলে যেখান থেকে কিনেছে সেখানে যোগাযোগ করে নোট 4 এবং প্রয়োজনিয় টাকা দিয়ে নোট ৫ নিতে পারবে । কিন্তু যদি প্যাকেট খুলে ফেলে তাহলে সেটা পরিবর্তন করে দিবে না । তাই ইন্টেক থাকলে উক্ত দোকানে দ্রুত যোগাযোগ করতে বলুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাইরের দেশ থেকে যদি কেনা হয় তাহলে রিসিটের মধ্যে লেখা থাকে অফেরতযোগ্য। তবে যদি না থাকে তাহলে পাল্টাতে পারবেন। আমার জানামতে বাইরের দেশে এমন পদ্ধতি নেই। আমিও একবার আই ফোন ৪ পালটে ৪ এস আনতে যেয়ে আনতে পারি নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ