যোনিতে ব্যথা করছে।
Share with your friends
Call

কিছু মৃত কোষ ও ব্যাকটেরিয়ার কারনে এমনটি হতে পারে। অধিকাংশ সময়ে এটি স্বাভাবিক। তবে, যদি যৌনাঙ্গেে ব্যথা থাকে, জ্বালা করে, বাজে গন্ধ করে তাহলে সেটির চিকিৎসা গ্রহণ করতে হবে।  ব্যথা হলে কম মাত্রার কিছু ব্যথানাশক সেবন করা যেতে পারে। দ্রুত একজন গাইনি ডাক্তার দেখান।      

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

 Vaginal discharge  অর্থাৎ সাদা স্রাব  আর সাদাস্রাবের প্রথম কারণ হল, ব্যাক্টেরিয়া সংক্রমণ। মহিলাদের শরীরে নানাভাবে জীবাণু বাসা বাঁধতে পারে। পরিষ্কারপরিচ্ছনতার অভাব, পাবলিক টয়েলেটে মূত্রত্যাগ, আনপ্রোটেক্টেড সেক্স, মলদ্বার থেকে হওয়া সংক্রমণ – ইত্যাদি নানা কারণে জীবাণুর সংক্রমণ হতে পারে এবং ফলস্বরূপ Vaginal Discharge হতে পারে     এছাড়াও  মানসিক চাপ বৃদ্ধি পেলে, যৌন উত্তেজনা হলে কিংবা শরীরে হরমোনাল ভারসাম্য বিঘ্নিত হলে   যোনিপথ থেকে এই তরল নিঃসৃত হয়ে থাকে। সাধারণত সাদাস্রাব জলের মতো নির্গত  হয়ে থাকে। তবে কখনও-কখনও এটি ঘন, অদ্ভুত রঙের এবং দুর্গন্ধযুক্তও হয়। তখন কিন্তু দেরি না করে গাইনি ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।  এছাড়াও সাদা স্রাব হতে পারে

  •  জন্মনিয়ন্ত্রণ পিল খেলে
  • পুরুষের   গনোরিয়া বা সিফিলিস রোগ  এর কারনে  নারীর দেয়ে ভাইরাস ছড়িয়ে যেতে পারে ফলে সাদাস্রাব যেতে পারে।
  •  আরো বেশ কিছু কারন থাকতে পারে।
তবে এই Vaginal discharge অর্থাৎ সাদা স্রাব এর জন্য  কিছু নিয়ম মেনে চলুন 
  • আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
  • রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
  •  ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন। 
  • আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
  • সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন। 
  • ওজন কমান।
  •   যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
  • মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
  •  নিয়মিত গোসল করুন।
  • রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
  • সহবাসের পর হালকা গরম পানিতে যোনি পরিস্কার করবে।
 যদি অতিরিক্ত গন্ধযুক্ত সাদা স্রাব যায় তাহলে  এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে।
ধন্যবাদ। 
Talk Doctor Online in Bissoy App